সবকিছু ঠিকঠাক থাকলে আজ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত সেটা হয়ে দাঁড়াল মোহবাগান-ইস্টবেঙ্গল ফ্যান বনাম পুলিশ। সঙ্গে মꦓহমেডান স্পোর্টিং ফ্যানদের পাশে পেলেন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা। আর সেই মিলিত চেষ্টায় ‘ডার্বিতে’ কার্যত নাস্তানাবুদ হল পুলিশ-প্রশাসন। সবমিলিয়ে যে কোলাজ তৈরি হল, তা জন্ম-জন্মান্তরেও দেখবেন বলে ভাবতে পারেননি ফুটবল ফ্যানরা।
যুবভারতীর সামনের প্রতিবাদের আপডেট
— ‘জাস্টিস ফর আরজি কর’- যুবভারতীর🐲 কাছে প্রতিবাদে সামিল হলেন মোহনবাগান সুপার জায়ান্টের অধিনায়ജক শুভাশিস বসু। হাতে প্ল্যাকার্ড দিয়ে দাঁড়ান।
— যুবভারতীতে ইস্টবেঙ্গল এবং মোহনবা⛄গান সমর্থকদের উপরে লাঠিচার্জ হওয়ায় রাজ্য প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দিলেন তাঁরা। তারইমধ্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেছেন, 'মোহনবেঙ্গল ১০, রাষ্ট্র ০, ডার্বি ম্যাচের ফলাফল।' কেউ-কেউ আবার ‘মোহনবেঙ্গল স্পোর্টিং’ বলেছেন। ক💎ারণ মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরাও মিছিলে যোগ দেন।
— আজ যে ঘটনা ঘটছে, তা নিয়ে এক নেটিজেন বলেন, ‘এর থেকে খেলাটা হলে মুখে কালি কম লাগত (প্রশাসনের)। এই খেলাতেও হারল প্রশাসন! জয় মোহনবাগান-ইসಌ্টবেঙ্গল-মহামেডান!’
— বাইপাসের কাছে রাস্তায় হাঁটত🍸ে-হাঁটতে এক মোহনবাগান সমর্থক বলেন, ‘আজ আমরা এক হয়ে গিয়েছি। আমাদের এক করেছেন, কে জানেন? মুখ্যমন্💯ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
— বাইপাস পুরোপুরি রুদ্ধ হয়ে আছে। কাদাপাড়ায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সম🦹র্থকরা।
— যুবভারতী লাগোয়া রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে-করতে ඣএক মহিলা বলেন, ‘আমি কোনও সিপিআইএম, এসএফআই, তৃণমূল, বিজেপি🍎 নই। আমি সাধারণ মানুষ। আমি সেজন্য সাদা জামা পরে এসেছি। আমায় কেন আটকাবে?’
— প্রিজন ভ্যানে যে সমর্থকদের তোলা হয়েছিল, তাঁদের নামিয়ে দেওয়া হল। মোহনবাগান-ইস্টবেঙ্গলের সামনে দমল পুলিশও? তারইমধ্যে দফায়-দফায় লাঠি উঁচিয়ে তাড়া করছে 🐻পুলিশ। সরিয়ে দেওয়া হচ্ছে রাস্তার দু'পাশে জমায়েত হওয়া মানুষদের।
— এক মহিলা সমর্থক বলেন, 'মহিলাদের মারধর করা হচ্ছে। আমাদের তাড়া ক💎রা হচ্ছে। আমরা কোনওরকম অশান্তি করিনি। আমরা স্রেফ জাস্টিস চেয়েছি। সাধারণ মানুষের কণ্ঠরোধ করা যাবে না।'
— প্রিজন ভ্যানের সামনে বসে পড়েছেন সমর্থকরা। প্রিজন ভ্যানের মধ্যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের আটক করা হয়েছে। প্রিজন ভ্যানের ♓মধ্যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা পাশাপাশি বসে আছ🌃েন।
— অভিযোগ উঠেছে, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকদের উপরে লাঠিচার্জ করা হল। জমায়েত হঠাতে লাঠি চালাতে থাকে পুলিশ। অভিযোগ উঠেছে যে মহিলা সমর্থকদেরও রেহাই🌳 দেওয়া হয়নি।
— ‘উই ওয়ান্ট জাস্টিস’- ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের স্লোগান উঠল যুবভারতীর আশপাশের এলাকায়। পুরোℱ কাঁপছে দু'দলের সমর্থকদের ধ্বনিতে।
--- যুবভারতী൩র মিছিলে উপস্থিত হয়েছেন অভিনেতা উষসী চক্রবর্তী। তিনি বলেন, ‘আমাদের প্রতিবাদ করার অধিকার আছে। কোনও ধা🐼রা দিয়ে আমাদের রোখা যাবে না। সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমাদের রাজ্য সরকার। কোনও ধারা চলবে না। উই ওয়ান্ট জাস্টিস।’