কেরলে বর্ষা প্রবেশের দিনই পশ্চিমবঙ্গেও প্রব𝓰েশ করল মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে উত্তরবঙ্গসহ উত্তরপূর্বের সমস্ত রাজ্যে বর্ষা প্রবেশ করেছে বলে জানাল দিল্লির মৌসম ভবন। বৃহস্পতিবার মৌসম ভবন থেকে মৌসুমী বায়ুর অগ্রগতির যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলার উত্তরপূর্ব কোনে বক্সার ꧃জঙ্গল ও জয়ন্তীতে বর্ষা প্রবেশ করেছে।
আরও পড়ুন - মহিলাদের ফোন নম্বর জﷺোগাড় করতে সরকারি প্রকল্পের ফর্ম ফিল আপ কর꧃াচ্ছেন TMC নেতারা
পড়তে থাকুন - পিসি- ভাইপো যার বাড়িতেই লুকি꧒য়ে থাকুক, সওকতকে চুলের মুঠি ধরে জেলে ভরা উচিত CBIএর: শুভেন্দু অধিকারী
বৃহস্পতিবারই কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে ঘোষণা করে মৌসম ভবন। স্বাভাবিকের থেকে ২ দিন আগে কেরলে বর্ষা প্রবেশ করেছে বলে জানায় তারা। এর কয়েক ঘণ্টার মধ্যে মৌসম ভবনের তরফে মৌসুমী বায়ুর অগ্রগতির মানচিত্র প্রকাশ করা হয়। সেই মানচিত্র অনুসারে পশ্চিমবঙ্গের একেবারে উত্তর – পূর্ব কোনে প্রবেশ করেছে বর্ষা। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে। অর্থাৎ স্বাভাবিকের থেকে অন্তত ৭ দিন আগে রাজ্যে প্রবেশ করল ꦕবর্ষা।
আরও পড়ুন - বিরাট ভূমিকম্প আসবে, ৪ জুনের পর সব পরিবারবাদী পার্টি 🐼ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে: নরেন্দ্র মোদী
এবারের বর্ষায় মৌসুমী বায়ুর প্রভাবে দেশে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। যার ফলে দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা সহজ♉ হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্🅠ঞরা। পশ্চিমবঙ্গেও বিস্তীর্ণ এলাকার কৃষিকাজ সরাসরি মৌসুমী বায়ুর ওপর নির্ভরশীল। এবার দেখার দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করে বর্ষা।