বেলুড় মঠ। যে মঠ মিশনের নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নত করেন আপামর মানুষ। এবার সেই বেলুড় মঠের নামকেও ব্যবহার করা হল বিজ্ঞাপনে। আর সেই বিজ্ঞাপনক🍸ে ঘিরে একেবারে ♌নিন্দার ঝড়। ইতিমধ্যেই এনিয়ে সমালোচনার ঝড়় উঠছে। কেন মিশনের অনুমতি ছাড়া এই কাজ করা হল?
হাওড়া থেকে কলকাতায় প্রবেশের মুখেই বিরাট হোর্ডিং দিয়েছে একটি সিমেন্ট কোম্পানি। সেখানে লেখা হয়েছে, হাওড়ার বেলুড় মঠ আর সিমেন্টে কংক্রিটো। নামটাই🍰 যথেষ্ট। আর এখানেই প্রশ্ন, লক্ষ লক্ষ মানুষের আশা ভরসার প্রতীক হল বেলুড় মঠ। বহু মানুষের আস্থার স্থান এই বেলুড় মঠ। কিন্তু কোনও বাণিজ্যিক পণ্যের বিজ্ঞাপনে কেন সেই বেলুড় মঠের নাম ব্যবহার করা হল?
হাওড়া ব্রিজ থেকে ব্রেবোর্ন রোডের ফ্লাইওভারে ওঠার পরেই রাস্তার বাঁদিকে এই বিজ্ঞাপনটি চোখে প𝓡ড়ে। দুটি হোর্ডিং রয়েছে। তার মধ্য়ে নীচের হোর্ডিংটিতে বেলুড় মঠের নাম উল্লেখ করা হয়েছে।