বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া। প্রতিদিন হাজার হাজার রেলযাত্রী এই পথেই যা꧃তায়াত করেন। এবার সেই স্টেশনের সুরক্ষার নিরিখে বড় উদ্যোগ নিচ্ছে রেলকর্তৃপক্ষ। সূত্রের খবর, এবার হাওড়া স্টেশনে বসানো হচ্ছে বিরাট কার্গো স্ক্য়ানার। অর্থাৎ মালপত্র যা কিছু এই স্টেশন পথে যাবে তা স্ক্যান করে দে🐽খা হতে পারে। সেক্ষেত্রে মালপত্রের মধ্য়ে লুকিয়ে কোনও সন্দেহজনক জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে কি না তা সহজেই ধরা পড়বে। সেটাই নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।
আরপিএফের শীর্ষ কর্তারা এনিয়ে বৈঠকও করেন। হাওড়া স্টেশনের সুরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার ব্যাপারে চেষ্টা হচ্ছে বলে খবর। মূলত নজরদারির ফাঁক গলে কেউ সন্দেহজনক জিনিস নিয়ে বেরিয়ে যাচ্ছে কি না সেটা নিয়ে অনেকদিন ধরেই সংশয় দেখা দিচ্ছিল। রেলপথে কোনওভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে কি না সেটাও নিশ্চিত করতে চাইছে সুরক্ষা বাহিনী। আর সেই নিরিখেই এবার বড় উদ্যোগ নেওয়া হচ্ছে।
মূলত বিমানবন্দরে এই ধরনের বড় সাইজের কার্গো স্ক্যানারের ব্যবস্থা রয়েছে। অত্যন্ত আধুনিক এই ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত করা সম্ভব। সোনা, নগদ টাকা, আগ্নেয়াস্ত্র, মাদক রেলপথে পাচার করার প্রবনতা থাকে। একাধিক ক্ষেত্রে মূলত ধাতব সামগ্রী ধরাও পড়ে যাবে।অন্যান্য সন্দেহজনক সামগ্রীর ইঙ্গিত মিলবে। নৈহাটি স্টেশনে তল্লাশির সময় বি𝄹পুল টাকা ধরা পড়ার পরে আরও নড়েচড়ে বসছে রেলকর্তৃপক্ষ ও আরপিএফ।