মহিলা তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তা স্থগি🉐ত করে দেওয়া হল। পুরনো কমিটিই আগের মতো কাজ করবে। মঙ্গলবার এই কথা জানিয়েছেন রাজ্য তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত সোমবার ৪৪ জনের নতুন💦 রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছিল।
তৃণমূল সূত্রে খবর, আগামী ৫ মে থেকে ‘দিদিকে বলো’ কর্মসূচির দ্বিতীয় দফা শুরু হওয়ার কথা। এদিন রাজ্যের মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৫ মে থেকে যে কর্মসূচি শুরু হবে, সেখানে রাজ্যের মহিলা তৃণমূলের পুরনো সদস্যরাই কাজ করবেন। এর আগে গত সোমবার রাজ্যের মহিলা তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানিয়েছিলেন, আগামী সপ্তাহে মহিলা তৃণমূলের নতুন রাজ্য কমিটি ডাকা হতে পারে। ৫ মে থেকে যে জনসংযোগ কর্মসূচি করা হয়েছে, তার রূপরেখা তৈরির বিষয়েই আলোচনা হবে। কিন্তু নতুন কমিটি ঘোষণার পরেও তা কার্যকর করার ক্ষেত্রে পিছিয়ে এল তৃণমূল নেতৃত্ব।