সল্টলেক সংযোজিত এলাকার জন্য এবার নয়া জলপ্রকল্প। পান✨ীয় জল নিয়ে ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই নানা ধরনের সমস্যা ছিল। এবার সেই সংযোজিত এলাকার বাসিন্দাদের জন্য নয়া জলপ্রকল্প।
সল্টলেক কাছে। তবুও তাঁরা যেন নেই রাজ্যের বাসিন্দা হয়ে এতদিন দিন কাটাতেন। তাঁদের একাধিক পরিষেবা যথাযথ ছিল না। অত্যন্ত কষ্টের মধ্য়ে দিন কাটাতে হত ত♕াঁদের। তবে এবার সরকার মুখ চেয়ে তাকিয়েছে। মোটামুটি ১৮ মাসের মধ্য়ে নয়া জলপ্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় পানীয় জল পেতে পারেন বলে খবর।
মহিষবাথান, নয়াপট্টি, সুকান্তনগর সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের ভূগর্ভস্থ জলের উপরই নির্ভর করতে হয়। কিন্তু বিশুদ্ধ পানীয় জলের জন্য় তারা দীর্ঘদিন ধরেই দাবি জানিꦉয়ে আসছিলেন। তবে এবার সেই দাবি পূরণ হতে পারে। মোটামুটি সব 🌠দিক থাকলে ১৮ মাসের মধ্য়ে তাঁরা পানীয় জল পেতে পারেন। সেটাও আবার নয়া পানীয় জল প্রকল্পের মাধ্য়মে।
সূত্রের খবর, পাইপলাইনের মাধ্য়মে প্রায় ২২,০৮ বর্গ ক🗹িমি এলাকায় এই জল সরবরাহ করা হবে। বিরাট উপকৃত হবেন ভেড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই তারা কলকাতা পুরসভার কাছে এনিয়ে দরবার করছিলেন। তবে এবার সেই দাবি পূরণ হতে পারে।
আম্রুত ২ প্রকল্পে এখানে জল সরবরাহের জন্য প্রকল্প তৈরি করা হবে। অন্তত পাঁচটি জলাধারে এখান থেকে জল দেওয়👍া হবে। সেখান থেকে আবার সংযোজিত এলাকায় জল য🔯াবে। বিস্তীর্ণ এলাকায় সেই জল পৌঁছে দেওয়া হবে।
এদিকে এই এলাকায় জলের সমস্যা দীর্ঘদিনের। দীর্ঘদিনের সমস্যা এবার পূরণ হতে পারে। তবে এবার সেই সমস্যা মিটতে পারে। দীর্ঘদিন ধরেই এই জলের সমস্যা। অনেকে জল কিনে খান। পেটের নানা ধরনের রোগও হয়। তবে এবার পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া হবে। তারই প্রাথমিক কাজ দ্রুত শুরু করার ব্যাপারে চেষ্টা করা হবে। তবে পু𒁏রো প্রকল্পটি বাস্তবায়িত করার🐠 জন্য় আরও প্রায় দেড় বছর সময় লাগতে পারে।