ছবিতে থাকা দুই খুদে কিন্তু আজ বলিউডের প্রথম সার🌱ির অভিনেতা। অভিনয়ের দক্ষতায় বারংবার মন জয় করেছেন দর্শকদের। দেখুন তো চিনতে পারছেন তাঁদের? আচ্ছা একটু আভাস দিই, এঁদের মধ্যে যিনি দাদা তিনি কিন্তু দারুণ গানও গান। কী এবার পারলেন? হ্যাঁ, এঁরা হলেন বলিউডের খুরানা ব্রাদার্স, আয়ুষ্মান খুরানা এবং অপরশক্তি 🌌খুরানা।
ভাইয়ের জন্মদিনে ছোটবেলার ছবি পোস্ট আয়ুষ্মানের
১৯ নভেম্বর অপরশক্তি খুরানার জন্মদিন। এই বছর ৩৭ বছরে পা দিলেন স্ত্রী খ্যাꦑত অভিনেতা। আর তাঁর জন্মদিন উপলক্ষে এদিন একগুচ্ছ ছোটবেলার ছবি পোস্ট করেন আয়ুষ্মান। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে তাঁরা দুই ভাই ক্যারাটের পোজে মুখোমুখি দাঁড়িয়ে। পরের ছবিতে ছোট্ট অপরশক্তিকে তাঁদের বাবার কোলে দেখা যাচ্ছে। তৃতীয় ছবিতে অভিনেতাকে শিবের বেশে দেখা যাচ্ছে। এবং শেষ ছবিটি তাঁদের ফ্যমিলি ছবি। সেখানে বাবা মায়ের গা লেপ্টে দুই ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
এই ছবিগুলো পোস্ট করে আয়ুষ্মান ভাইয়ের উদ্দেশ্যে লেখেন, 'ছবি লড়াই করার কিন্তু গান ভালোবাসার। আজ ওর জন্মদিন। আমি এখন আমেরিকায়। টাইღম জোন 🎐আলাদা। কিন্তু ভালোবাসাটা একই আছে।'
অনেকেই অভিনেতাকে জন্মদিনে🐓র শুভেচ্ছা জানিয়েছেন এই পোস্টেই। অপরশক্তিকে শেষবার স্ত্রী ২ ছবিতে দেখা গিয়েছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুরের সঙ্গে।