কলকাতায় এলেন এনআইএ’র ডিজি দিনকর গুপ্তা। আজ, মঙ্গলবার এনআইএ অফিসে অফিসারদের নিয়ে বৈঠক করবেন তিনি। রাজ্যে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তারপরই এই রাজ্যে আগমন বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে। তাহলে কি তদন্তে গতি আনতেই এমন বৈঠক? উঠছে প্রশ্ন। একইদিনে রাজ্যে এসে পৌঁছলেন ১০ জনের ইডির একটি স্পেশাল টিম। তাঁরা কলকাতা বিমানবন্দর থেকে সোজা যান সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। সেখানে চলে ম্য꧒ারাথন বৈঠক। দুদিন আগে কলকাতায় এসে ম্যারাথন বৈঠক করে ফিরে গিয়েছেন ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্র। তার পরই এই বিশাল টিমের আগমন বেশ তাৎপর্যপূর্ণ।
তাহলে কি বড় কোনও অপারেশন হবে? বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে। তারপরই মঙ্গলবার কল🔯কাতায় এসে উপস্থিত হন এনআইএ ’র শীর্ষ কর্তা ডিজি দিনকর গুপ্তা। তিনি কলকাতায় পা রেখেই এনআইএ দফতরের অফিসারদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেন। সূত্রের খবর, এগরা, মহেশতলা ,মালদা–সহ রাজ্যে সম্প্রতি বেশ কয়েকটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তদন্ত করছে এনআইএ। একবালপুরের সংঘর্ষের ঘটনাতেও এনআইএ তদন্ত অনেকটাই এগিয়ে গিয়েছে। তাই বিস্তারিত আলোচনা করতে কলকাতায় এসেছেন ডিজি এনআইএ বলে মনে করা হচ্ছে।
আর কী জানা যাচ্ছে? ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, হিম্মত থাকলে আমাকে গ্রেফতার করুক। তাঁর স্ত্রী পুত্র ও কন্যাকে গ্রেফতার করলেও তি💙নি মাথা নোয়াবেন না বলে হুঁশিয়া⛦রি দিয়েছেন। সোমবার অভিষেকের স্ত্রী নিজের শিশু পুত্র ও কন্যাকে নিয়ে দুবাইয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু তাঁর নামে লুকআউট নোটিশ আছে বলে কলকাতা বিমানবন্দরের অভিবাসন দফতর সে🌳ই যাত্রা রুখে দেয়। তা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন রুজিরা। এখানে রাজনৈতিক অভিসন্ধি দেখছেন অভিষেক। কারণ এই যাত্রা ইডিকে জানিয়েই করা হয়েছিল। তাহলে তখন আপত্তি করেনি কেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইডি কী তথ্য পেয়েছে? ইডি সূত্রে খবর, নিয়োগ 🔴দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটে কাকুর মুখোমুখি বসাতে চান কয়েকজন ব্যক্তিকে। নিয়োগ দুর্নীতি মামলার পাশাপাশি কয়লা এবং গরু পাচার কাণ্ড নিয়ে দ্রুত তদন্ত গোটাতে চান অপিসাররা। তার মধ্যে ই✨ডির বিরুদ্ধে জোর করে অভিযোগ স্বীকার করানোর নালিশ করেছেন কালীঘাটের কাকু। আদালতে তিনি এই মর্মে চিঠি দিয়েছেন। সব মিলিয়ে একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে শীর্ষ আধিকারিকদের আগমনে।