আজ রাতের মধ্যে চালু হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়া সমস্ত আধার কার্ড। সাংবাদিক বৈঠক করে আশ্বাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার তিনি দাবি করেন, আ🦂𝓀ধারে কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে। তাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন।
আরও পড়ুন: কাটমানি থেকে M෴NREGAর টাকা লুঠের অভিযোগ, সেই নেতার ওপরেই সন্দ𓃲েশখালিতে ভরসা TMCর
সুকান্তবাবু বলেন, ‘আধার কার্ড নিয়ে বেশ কিছু জেলায় বেশ কিছু সমস্যা হয়েছে। তাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী ও তাঁর সাঙ্গপাঙ্গরা সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। ভয় পাওয়ানোর চেষ্টা করছে। আমি রাজ্য বিজেপি সভাপতি হিসাবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই, আমি রেলমন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী ও আধারের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সচিবের সঙ্গে কথা বলেছি। কারও বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনও কারণ নেই। আজ রাতের মধ্যে সমস্ত তথাকথিত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ডꦆ আবার চালু হয়ে যাবে। কোনও আধার কার্ড বাতিল হবে না’।
রাজ্যের পোর্টালকে উপেক্ষা করার পরামর্শ দিয়ে সুকান্তবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী একটা পোর্টাল খুলেছেন বলে শুনতে পাচ্ছি। কোনও পোর্টালে কোনও অভিযোগ জানানোর দরকার নেই। যদি আজ রাতের পরে কারও আধার কার্ড ডিঅ্যাক্টিভে🍷টেড থাকে বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন। আমরা দায়িত্ব নিচ্ছি আমরা দায়িত্ব নিয়ে আপনাদের আধার কার্ড অ্যাক্টিভেট করে দেব। আমরা আঞ্চলিক আধার অফিসের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেব। আজ রাতের মধ্যে সবার সꦏব সমস্যার সমাধান হয়ে যাবে’।
আরও পড়ুন: ৭ মার্চ কলকাতার ৩ মেট্রো লাইনের উদ্বোধন? আসছেন মোদী, যেতে পারব⛦েন গঙ্গার তলা দিয়ে
রবিবার বীরভূমে তথাকথিত প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোন অধিকারে কাউকে জিজ্ঞাসা না করে তার আধার কার্ডের লিংক কেটে দিচ্ছ। লজ্জা করে না? ইলেকশ🤡নের আগে তারা যাতে ব্যাঙ্কের লোন না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভাণ্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত।’