আরজি কর মেডিক্যালে ম🐠হিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে মুখর হওয়ায় এবার নেটিজেনদের মুখ বন্ধ করার চেষ্টার অভিযোগ উঠল কলকাতা পুলিশের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিলিট করতে নির্দেশ দিয়ে একাধিক ব্যক্তিকে নোটিশ পাঠাল কলকাতা পুলিশ। এমনই অভিযোগ করেছেন নোটিশ প্রাপকরা। শুক্রবার এক পোস্টে সেই অভিযোগ🍒 প্রকাশ্যে এনেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে তিনি লিখেছেন, নোটিশ পাঠিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে তৃণমূলের পুলিশ।
আরও পড়ুন - তৃণমূলের মুখপাত্রের পদ হারানোর পর আরজি করে মিছিল♓ করলেন শান্তনু সেন, ক𒅌ী বললেন?
পড়তে থাকুন - রাতে 'রোগীর কম্বলে ঢুকে যায়, বাথরুমে লুকিয়ে পড়ে পুলিশ', ফুঁসছেন RG করের 𒉰নার্সরা
সুকꦅান্তবাবু লিখেছেন, ‘যারা সুবিচারের দাবি জানাচ্ছে তাদের প্রতি: আমরা তৃণমূলের পুলিশের হুমকিতে ভয় পাই না। আমরা লক্ষ্যে অবিচল। অটল দৃঢ়তায় ন্যায়ের লক্ষ্যে আমারা লড়াই চালিয়ে যাব। বাকস্বাধীনতা হরণ করতে কলকাতা পুলিশ নোটিশ পাঠিয়ে যাক।’
সুকান্তবাবু তাঁর পোস্টে ৩ জনকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার পাঠানো নোটিশ প্রকাশ করেছেন। সাইꦆবার ক্রাইম থানার ডেপুটি কমিশনারের তরফে নোটিশগুলি প্রকাশ করা হয়েছে। পোস্ট ডিলিট না করলে তা ধর্তব্যযোগ্য অপরাধ গণ্য হবে বলে পুলিশের তরফে হুমকি দেওয়া হয়🎀েছে।
আরও পড়ুন - প্রমাণ লোপাটের জন্য আরজি ♋করে ভাঙচুর,বিস্ফোরক ✱মৃত চিকিৎসকের মা, CBIকে কী জানালেন?