সম্প্রতি মা কালীর প্রসঙ্গ তুলেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এরপরেই এনিয়ে রে রে করে আসরে নেমে পড়েন বিজেপি নেতৃত্ব। সম্প❀্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও শোনা গিয়েছে মা কালীর প্রসঙ্গ। এবার কার্যত সেই প্রসঙ্গ উল্লেখ করে নাম না করে টুইটে তীব্র খোঁচা দিলেন মহুয়া।
তিনি লিখেছেন, বাংলার বিজেপির ট্রোল ইনচার্জকে বলছি আপনার প্রভূকে বলবেন যে বিষয়ে ধারনা নেই সেই বিষয়ে মন্তব্য করবেন না। এরপরই মোদীর সেই বহু চর্চিত দিদি ও দিদির প্রসঙ্গ তুলে আনেন তিনি। দিদি ও দিদি বলে কী হয়েছিল সেই প্রসঙ্গ উল্লেখ করেন মহুয়া। এবার বিজেপির গলায় মা ও মা ধ্বনি। তার পরিণতি কী হবে সেটাও সরসভাবে উল্লেখ করে♏ছেন মহু꧒য়া মৈত্র।
এদিকে মহুয়া মৈত্রের এই𓄧 টুইট, কালী কাহিনীতে নতুন মাত্রা যোগ করেছে। তবে সব ছেড়ে দিয়ে মা কালী যে এভাবে রাজনৈতিক তরজার বিষয় হতে পারে তা নিয়ে অনেকেই আকাশ থেকে পড়ছেন।
সম্প্রত🐻🦹ি স্বামী আত্মস্থানন্দর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, রামকৃষ্ণদেব মা কালীর উপাসক ছিলেন। এই বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে মা কালীর চেতনা। বাংলার কালীপুজোতেও মা কালীর এই চে🍒তনা দেখা যায়। এই চেতনাই বাংলা ও🥀 গোটা দেশের আত্মার মধ্যে নিহিত।