দুর্ভাগ্যের শিকার হয়ে মানুষ ইলসাম ভিন্ন অন্য ধর্মে জন্মগ্রহণ করে। 🌱রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের এই মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় বিজেপির আনা প্রস্তাবকে কেন্দ্র করে ধুন্ধুমার। শুক্রবার বিধানসভার বাদল অধিবেশনে ফিরহাদের বক্তব্যের বিরুদ্ধে প্রস্তাব আনার দাবি জানায় বিজেপি। যদিও তাতে অনুমোদন দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর পর বিধানসভা কক্ষ থেকে বিক্ষোভ দেখাতে দেখাতে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরেও বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন - ভয়ে পুরো ঘামছিল! ল্যাপটপ চোর সন্দেহে ছাত্রকে হেনস্থা যাদব🐻পুর বিশ্ববিদ্যালয়ের হ♛স্টেলে
পড়তে থাকুন - দুর্গা🔜পুজোর পর খুলে যেতে পারে হলং বনবাংলো, বিধানসভায় নতুন তথ্য দ🔯িলেন মন্ত্রী
এদিন ফিরহাদের বিরুদ্ধে বিজেপির আনা প্রস্তাব খারিজ করে দেন স্পিকার। তিনি বলেন, এ নিয়ে বিধানসভায় আলোচনা করার কিছু নেই।𝔍 এর পরই পকেট থেকে শ্রীমদ্ভগবৎ গীতা বার করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। ‘হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার’ বলে স্লোগান তোলেন। বিক্ষোভ দেখাতে দেখাতে বিধানসভার বাইরে বেরিয়ে আসেন তাঁরা। বাইরেও এক দফা বিক্ষোভ দেখান।
এর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘ফিরহাদ হাকিম সৌজন্য অডিটোরিয়ামে আল ইন্ডিয়া কোরান প্রতিযোগিতায় গিয়েছিলেন মন্ত্রী ও মেয়র হিসাবে। উনি সংবিধানিকে সামনে রেখে শপথ নিয়েছেন। তার কোনও অধিকার নেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্শি, শিখদের অপমান করার। স্পিকারকে বলেছিলাম ওনাকে ক্ষমা চাইতে হবে। ফিরহাদ হাকিমকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে। নইলে আমরা ༺বাংলা জুড়ে আন্দোলন করব।’
আরও পড়ুন - মমতার বিরুদ্ধে মানহানি🍃র মামলায় ১১ কোটি দিতে হবে, দাবি করলেন রাজ্যপাল
সম্প্রতি একটি ইসলামি সংস্থার অনুষ্ঠানে যোগদান করে ফিরহাদ হাকিম বলেন, ‘ইসলামে যারা জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্যের শিকার। আমাদের তাদেরকে ইসলামে আমন্ত্রণ জানাতে হবে। এভাবে একজন🐠কেও ইসলামে আনতে পারলে আল্লাহর কৃপা পাওয়া যাবে।’