মুদির দোকানের সামগ্রী দেওয়ার নামে অগ্রিম টাকা নিয়েছিলেন বহু জনের কাছ থেকে। কিন্তু প্রতিশ্রুতি মতো সামগ্রী না দেওয়ায় প্রতারণার অভিযোগে﷽ গ্রেফতার করা হল একটি হোলসেলার রিটেল মুদিখানার দোকানের মালিককে। রি🍌টেল শপের আড়ালে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। ধৃতের নাম চন্দ্রপ্রকাশ ধরণী ধরকা। তার বিরুদ্ধে কমপক্ষে ৩০ জন প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। লেকটাউন থানার পুলিশ গতকাল রাতে তাকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেক টাউন থানার অন্তর্গত ভরাট এলাকার লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার নামে একটি হোলসেলার রিটেল মুদিখানার দোকান চালান অভিযুক্ত। অভিযোগ, তিনি বিভিন্ন ব্যক্তি𝓰র কাছ থেকে দ্রব্য বিক্রির নামে অগ্রিম টাকা নিয়েছিলেন। কারও কাছ থেকে নিয়েছিলেন ১ লক্ষ, ২ লক্ষꦑ টাকা, আবার কারও কাছ থেকে তারও বেশি টাকা নিয়েছিলেন। 🧸সব মিলিয়ে ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে লেকটাউন থানায় একের পর এক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছিলেন বিভিন্ন ব্যক্তি। তাদের অভিযোগ, প্রকাশচন্দ্র প্রতিশ্রুতি দিয়ে দোকানের সামগ্রী সরবরাহ করেননি। শুধু তাই নয়, ওই ব্যক্তি মহাজনের কাছ থেকেও ধারে সামগ্রী ক্রয় করে দীর্ঘদিন ধরে টাকা দেননি বলে অভিযোগ।