রাজ্যে প্রতিদিনই 💧লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি। এই অবস্থায় ডেঙ্গি নিয়ন্ত্রণে স্বাস্থ্য আধিকারিকরা নিয়মিত বৈঠক করছেন। সে ক্ষেত্রে স্বাস্থ্য দফতরের তরফে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হচ্ছে। অন্যান্য জেলাগুলির মতো কলকাতা পুরসভাতেও বহু মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। পুরসভার তরফে বারবার দাবি করা হয়েছে ডেঙ্গি নিয়ন্ত্রণে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবারে কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। অথচ ওই ওয়ার্ডের কাউন্সিলর এই বিষয়ে জানেন না। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন: ডেঙ্গিতে প্রাণহানি বন্ধ করত🀅ে দিনরাত ভুলে পরিশ্রম 🍷করুন, সচিবদের নির্দেশ মমতার
জানা গিয়েছে, ১২৫ নম্বর ওয়ার্ডের ঠাকুরপুকুরের বাসিন্দা পরেশ সাউ (৬৩) ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। ওই ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন ছন্দা সরকার। তবে তৃণমূলের দিল্লি অভিযানকে কেন্দ্র করে তিনি সেখানেই ছিলেন। তিনি ডেঙ্গিতে মৃত্যুর বিষয়টি জানতেন না বলেই দাবি করেছিলেন। জানা গিয়েছে, ওই বৃদ্ধ বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। বেশ কয়েকদিন বাড়িতে থাকার পর তাঁকে টালিগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই ওয়ার্ডটি পড়ছে কলকাতা পুরসভার ১৬ নম্বর বরো এলাকায়। ওই বরোর সাতটি ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডের কাউন্সিলর দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে যোগ দেন। যদিও এবিষয়ে বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লে দাবি করেছেন, দিলꦗ্লিতে থাকার সঙ্গে ডেঙ্গিতে মৃত্যুর কোনও সম্পর্ক নেই।
পারিবারিক সূত্রে জানা✱ গিয়েছে, ১৯ সেপ্টেম্বর বৃদ্ধের রক্ত পরীক্ষা করা হয়েছিল। ডেঙ্গি ধরা পড়তেই ভর্তি করা হয়েছিল হাসপাতালে। অবশেষে মৃত্যু হয় বৃদ্ধের। এবিষয়ে বিরোধীদের কটাক্ষ, ‘ডেঙ্গিতে আক্রান্ত বা মৃত নিয়ে শাসক দলের মাথা ব্যথা নেই। তারা শুধু নিজেদের নম্বর বাড়াতে ব্যস্ত।’ সোমবার সারা রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা কলকাতা, দক্ষিণ দমদম, মুর্শিদাবাদের বাসিন্দা। বেসরকারি সূত্রের খবর, চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে ৫১ জনেরಞ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তার মধ্যে ১১ জন কলকাতার বাসিন্দা।