প𓃲শ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা কি আত্মহত্যা করুন, সেটাই কি চান মুখ্যমন্ত্রী? দিল্লিতে দাঁড়িয়ে এই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় শিকও্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে বাধা দিয়ে মুখ্যমন্ত্রী গণতন্ত্রের মাথা হেঁট করে দিয়েছেন বলেও এদিন দাবি করেন সুকান্তবাবু।
আরও পড়ুন - তিলক কেটে আসতে বারণ💟 ছাত্রীকে, তীব্র বিক্ষোভের মুখে সুর নরম মুর্শিদাবাদ꧃ের স্কুলের
পড়তে থাকুন - বিধানসভার অফিসের কম্পিউটার🦩ে চলছে গেম, দিলীপ ঘোষের ‘অভিযান’এ ধরা পড়ল হাতে নাতে
এদিন সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সুকান্ত মজুমদার বলেন, ‘মাননীয় রাজ্যপাল সঠিক প্রশ্ন উত্থাপন করেছেন। পশ্চিমবঙ্গে আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। রাজ্যপালকে রাজভবন থেকে বেরিয়ে তাদের সঙ্গে দেখা করতে যেতে হচ্ছে। গণতন্ত্রের মাথা লজ্জায় হেঁট হয়ে গিয়েছে। গণতন্ত্রে সংবিধানকে সংরক্ষণের দায়িত্ব রাজ্যপালের। সেখানেও যদি আক্রান্তরা পৌঁছতে না পারেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চানটা কী? যারা বিজেপি করে তারা জলে ডুবে মরুক? আত্মহত্যা করুক? তেমনটা হলে মুখ্যমন্ত্রী একবার খোলাখুলি বলে দিন। বিজেপি কর্মীরা ওনার বাড়ির সামনে গিয়ে একে একে আত্মঘাত🌜ী হবে।’
বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগাম অনুমতি ছিল আক্রান্তদের কাছে। তার পরও ব্যারিকেড করে তাদের আটকায় পুলিশ। প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পর ফিরে আসেন শুভেন্দুবাবুসহ আক্রান্তরা। শুক্রবার কলকাতা পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অౠভিযোগ তুলে কলকা❀তা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দুবাবু। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পুলিশকে তুলোধোনা করে শুভেন্দুবাবুসহ আক্রান্তদের রাজ্যপালের সঙ্গে দেখা করতে দিতে হবে বলে নির্দেশ দেন।
আরও পড়ুন - প্রভাবশালী বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিল শাহজাহ🤪ান, আদালতে জানাল ED
এরই মধ্যে শুক্রবার দুপুরে কলকাতার মাহেশ্বরী ভবনে গিয়ে আক্রান্💫তদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। এর পর এক বিবৃতিতে ♑জানান, যতক্ষণ পর্যন্ত ভোটপরবর্তী হিংসায় আক্রান্ত প্রতিটি ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করতে না পারছেন, ততক্ষণ রাজভবনে পুলিশমন্ত্রীর সঙ্গে দেখা করবেন না তিনি।