আজ, মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়–অর্পিতা মুখোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্স থেকে নিয়ে যাওয়া হল জোকা ইএসআই হাসপাতালে। দু’দিন আগে হাসপাতালে যাওয়ার পথে এবং হাসপাতাল থেকে বেরোনোর সময় নিজের মনের কথা বলেছিলেন রাজ্যের পার্থ চট্টোপাধ্যায়। স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে থাকা পার্থ–অর্পিতার নিরাপ♏ত্তার দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর ৮৬ জন জওয়ান। ইডি’র কনভয়ে থাকছে ৬টি গাড়ি।
আগে কী বলেছিলেন পার্থ? এই ঘটনায় আসলে ‘ষড়যন্ত্রের শি꧒কার’ বলেও দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এই টাকা তাঁর নয় বলে জানিয়ে ছিলেন। এমনকী দলের সিদ্ধান্ত সঠিক কিনা সেটা সময় বলবে এবং মু🌱খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক বলে তিনি জানিয়েছিলেন। সুতরা♏ং তিনি দল ও সরকারের মধ্যে পার্থক্য তৈরি করেছিলেন। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রীর পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পার্থের দফতরগুলি দায়িত্ব বণ্টন করা হবে।
কেমন নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে? ইডি সূত্রে খবর, ইএসআই হাসপাতালেꦯ নিয়ে যাওয়ার সময় দেখ🍰া গেল ৬টি গাড়ির কনভয় তৈরি রাখা হয়েছে। এমনকী সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন ৮৬ জন জওয়ান। এছাড়াও ইডির উচ্চস্তরের আধিকারিকরা উপস্থিত রয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কড়া নিরাপত্তায় গোটা প্রক্রিয়া চলবে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পার্থ–অর্পিতাকে। কখনও একসঙ্গে। কখনও আবার🐽 আলাদা 𝄹বসিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। মানিক ভট্টাচার্যের সঙ্গে পার্থকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আর কী জান🦩া যাচ্ছে? সূত্রের খবর, পার্থকে মঙ্গলবার গাড়ির মাঝখানে বসিয়ে নিয়ে যান ইডির তদন্তকারীরা। একদিকে নিরাপত্তা অন্যদিকে মন্তব্য করছেন পার্থ চট্টোপাধ্যায়। তাতে তদন্তে সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে আগের দু’দিন গাড়ির জানালা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাই গাড়িতে পার্থের আসন বদল করা হয়েছཧে। বাড়ানো হয়েছে নিরাপত্তা।