অভিষেকের অভিষেকের দাবিতে কি আড়াআড়ি ভাঙনের মুখে তৃণমূল? এমনই প্রশ্ন উঠছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্যে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুঁ কবিরের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। বললেন, ‘মমতা ব🍸নౠ্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া ভোটে জিতে দেখাক। তার পর বুঝব ক্ষমতা আছে।’
আরও পড়ুন - মাইনꦆে হয়নি পুরকর্মীদের, চুঁচুড়া শহর ঢাকল অন🔯্ধকারে, জ্বলল না পথবাতি
পড়তে থাকুন - যৌনাঙ্গে বাইকের চাবি, চ🎃রম নির্যাতন,টিউশন যাওয়ার পথে আলিপুরদুয়ারে সর্ব🦩নাশ কিশোরীর
মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, ‘যারা এত কথা বলছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচনে জিতে দেখাক। বুঝে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক থেকে বলিষ্ঠ নেত্রী। তিনি এখনও সব দফতর এবং দলকে নেতৃত্ব দিতে সক্ষম।' অভিষেক প্রসঙ্গে ফিরহাদের সাবধানী মন্তব্য, ‘ওর কথা যখন হবে তখন দেখা যাবে। কিন্🌞তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বলিষ্ঠ কে🙈উ নন।’
সোমবার ফের একবার রাজ্য মন্তꦰ্রিসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক চেয়ে মুখ খোলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুঁ কবির। তিনি বলেন, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মুখ্যমন্ত্রী রয়েছেন থাকুন। তিনি আমাদের নেত্রী। কিন্তু এই সময় অভিষেকের অভিষেক প্রয়োজন। অভিষেককে উপ মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। ফুলটাইমের একজন পুলিশমন্ত্রী থাকলে, আমার মনে হয়, তাঁর নজর এড়িয়ে কোনও অপরাধ সংগঠিত হবে না।’ সাত দিনে এই নিয়ে দ্বিতীয়বার এই দাবি তুললেন হুমায়ুঁ কবির।
আরও পড়ুন - বউ চলে গ🐟িয়েছে, সমস্যা আরও অনেক, মমতার সঙ্গে দেখা করতে নবান্নে হাজ♐ির সমিরুল!
অভি♒ষেকের অভিষেক নিয়ে তৃণমূলের অন্দরের দ্বন্দকে কটাক্ষ করেছে বিজেপি। দলের মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘কোম্পানির মালিকানা হস্তান্তরের সময় এরকম হয়। বিজেপি এসব নিয়ে চিন্তিত নয়।’
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নꦺবীনপন্থী অভিষেককে ক্ষমতার অ🐎লিন্দে এলে অনেকে পদপ্রাপ্তির আশায় রয়েছেন। সেই আশাতেই বারবার তাঁকে রাজ্য মন্ত্রিসভায় আনার দাবি তুলছে তৃণমূলের একাংশ।