বড়দিনের সন্ধ্যায় আড্ডা দিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তা যেন থামারই নাম নেই। বিজেপি নেতা শিবাজী সিংহ রায়ের আয়োজিত অনুষ্ঠানে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষের সাক্ষাৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। প্রথমে কুণাল ঘোষ ‘আড্ডা’ বলে দাবি করলেও সজল ঘোষ কুণালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তৃণমূলের হতাশার কথাই নাকি কুণাল ঘোষ বলেছিলেন বলে দাবি করেন সজল ঘোষ। আর এইবার সেই বিতর্কের মাঝেই টেলিফোনে কুণাল ঘোষের কাছে ভুল꧋ স্বীকার করলেন সজল ঘোষ। সম্প্রতি সেই কল 🧸রেকর্ড প্রকাশ্যে আসতেই তরজা তুঙ্গে।
অডিয়ো রেকর্ডিংয়ের বিষয়𒐪ে যেমন চক্রান্ত করে দাবি করছে♛ন সজল ঘোষ অন্যদিকে কুণাল ঘোষ পাল্টা তদন্ত করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। ওই অডিয়োতে শোনা যাচ্ছে, অন্য কোনও ব্যক্তির ফোনে কথা বলছেন কুণাল ও সজল। সেখানে কুণালকে সজলের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আমি আমন্ত্রন না পেয়েই চলে যায় তুমি এটা কী বললে!’ তার উত্তরে সজল ঘোষ বলেন, ‘ওটা মজা করে বলেছি। আমাকে কে কী কী বলেছে আমি বলব না। তবে আমাকে তো খেলতে হবে, আমায় তো বাঁচতে হবে। আমার তো গুষ্টির ষষ্ঠী পুজো ෴হয়ে গিয়েছে।’ শুধু তাই নয় আকুতি কণ্ঠে সজ🌱ল কুণালকে বলেন, ‘দাদা, আমি বাঁচব কী করে, আমায় আপনি বলুন। আমি যে দলটায় আছি।’ এরপর তিনি কুণালকে হোয়াটসঅ্যাপে কল করার অনুমতি চান কুণালের কাছে। যদিও অডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইম বাংলা।