দমদমের পাতিপুকুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যুর পর হিংসা ছড়ানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। বুধবার রাতে ওই ঘটনায় পাতিপুকুর রেলব্রিজ সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের দাবি, পরিকল্পনামাফিক হিংসা ছড়ানো হয়েছে পাতিপুকুরে।বুধবার রাতে পাতিপুকুর রেলব্রিজ সংলগ্ন রেল লাইনের পাশে বসে মদ্যপান করছিলেন কয়েকজন যুবক। তখন লেকটাউন থানার পুলিশ সেখানে হানা দেয়। পুলিশ দেখে রেল লাইন পেরিয়ে পালাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় সুভাষ নামে এক যুবকের। এর পরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে দুষ্কৃতীরা। টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় যশোর রোড। খবর পেয়ে লেকটাউন থানা ও দমদম জিআরপির বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।লেকটাউন থানা সূত্রে খবর, বুধবার রাতের হিংসায় প্ররোচনা দেওয়ার অভিয়োগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ আধিকারিকদের দাবি, কলকাতা ও বিধাননগর পুলিশের এলাকার সংযোগস্থল ওই জায়গায় রাতে বিভিন্ন রকমের অসামাজিক কাজ হয়। নির্দিষ্ট খবরের ভিত্তিতেই অভিযান চালিয়েছিলেন আধিকারিকরা।