অনলাইনে লেনদেন যত বাড়ছে ততই বাড়ছে সাইবার প্রতারণা। মানুষকে প্রতারণার জন্য নিত্য নতুন পন্থা অবলম্বন করছে প্রতারকরা। এবার কোভিডের ভুয়ো আরটিপিসিআর রিপোর্ট তৈরি করার অভিযোগ উঠল। এই অভিযোগে পুলিশ ১ যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম প্রিয়ম মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার আমতলা থেকꦅে তাকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ওই একটি ল্যাবের নামে ভুয়ো ওয়েবসাইট বানিয়ে জাল রিপোর্ট তৈরি করত বলে অভিযোগ।
পুলিশ সূত্ꦿরে জানা গিয়েছে, যে ল্যাবের নামে ভুয়ো রিপোর্ট বানানো হচ্ছে সেই ল্যাবটি চিনার পার্কে অবস্থিত। ল্যাবের মালিক দিব্যঞ্জন চক্ꦓরবর্তী বিষয়টি জানতে পেরে বিধানগর সাইবার থানায় সম্প্রতি অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ ছিল, একটি ভুয়ো ওয়েবসাইট বানানো হয়েছে তাতে ল্যাবের নামই শুধু নয়, তাদের লোগোও ব্যবহার করা হচ্ছে। সেখান থেকে আরটিপিসিআরের ভুয়ো রিপোর্ট দেওয়া হচ্ছে। যাদের এই সমস্ত রিপোর্ꩲট দেওয়া হয়েছে তারা কেউই ল্যাব থেকে টেস্ট করাননি বলে তার অভিযোগ। এই অভিযোগ পাওয়ার পরেই তদন্ত নামে বিধাননগর সাইবার ক্রাইম থাকার পুলিশ।