কলকাতার একটি ইংরেজি মাধ্যম স্কুলে কয়েক কোটি টাকা নয়ছয় করার অভিযোগ উঠল। এই অভিযোগে স্কুলের প্রশাসক মণ্ডলীর এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম কৃষ্ণ দামনি। অভিযোগ, স্কুলের অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণ অর্থ তিনি নয়ছয় করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ করে স্কুল কর্তৃপক্ষ। তার ভিত্তিতে তদন্তে নেমে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ওই সদস্যকে গ্রেফতার করে। সব মিলিয়ে প্রায় ১০ কোটꦏি টাকা তছরুপ করার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
আরও পড়ুন: প্রাথমিক স্কুলে ক্রীড়া প🍃্রতিযোগিতা ঘিরে কয়েক কোটির দুর্নীতির অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ দামানির বিরুদ্ধে স্কুলের অ্যাকাউন্ট থেকে অন্য সংস্থার অ্যাকাউন্টে টাকা স্থান🐽ান্তরের অভিযোগ ওঠে। অভিযোগ, ২০২০ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এই পরিমাণ অর্থ ওই সংস্থার অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে বলে জানতে পারে স্কুল কর্তৃপক্ষ। আর এন মুখার্জি রোডে ওই বেসরকারি স্কুলটির প্রশাসক মণ্ডলীর অফিস রয়েছে। সেই অফিসের পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ অফিসে ঢোকার মুখে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মধ্যে প্রতারণা, নথি বিকৃত করা,𓆉 অপরাধমূলক ষড়যন্ত্র প্রভৃতি অভিযোগ রয়েছে। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, এত বড় আর্থিক দুর্নীতি এর আগে স্কুলে কোনওদিন হয়নি।
অভিযোগ পেয়ে পুলিশ প্রথমে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় সেখানে নথিপত্র খতিয়ে দেখে জানতে পারে যে ওই সংস্থাটির ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করা হয়েছে। তার নথি এবং তথ্য সংগ্রহ করে পুলিশ জানতে পারে ওই সংস্থার মালিকানা কার নামে রয়েছে। তাছাড়া কি সংক্রান্ত সংস্থা সে বিষয়েও তথ্য জানতে পারে পুলিশ। এই অর্থ তছরুপের ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিশের। সেক্ষেত্রে ইতিমধ্যেই প্রচুর নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে꧒ পুলিশ। পাশাপাশি আরও আর্থিক দুর্নীতি হয়েছে কিনা সে বিষয়টিও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।