সম্প্রতি গার্ডেনরিচের ‘ই নাগেটস গেমিং’ অ্যাপ প্রতারণাকাণ্ড নিয়ে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। সেই রেশ কাটতে না কাটতেই এবার আরও এক অ্যাপ প্রতারণাচক্রের হদিশ পেল পুলিশ। এই অ্যাপের নাম হল 'আরডিকিউ অল ইন ওয়ান’। এই অ্যাপের মাধ্যমে ৩২ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। ঘটনায় এই চক্রেরܫ অন্যতম মূলꦦপাণ্ডা স্বর্ণেন্দু জানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
কী এই অ্যাপ?
এই অ্যাপের মাধ⛄্যমে টাকা বিনিয়োগ করে চড়া সুদ দেওয়া হত। যার ফলে অল্প দিনের মধ্যেই বেশি পরিমাণ রিটার্ন পাওয়া যায়। এই টোপ দিয়ে এখানে টাকা বিনিয়োগের প্রলোভন দেখানো হয়েছিল সাধারণ মানুষকে। শুধু তাই নয়, এর জন্য ওই অ্যাপ সংস্থার তরফে এজেন্টও নিয়োগ করা হয়ে♍ছিল। যারা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা সংগ্রহ করত বলে জানতে পেরেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ২০১৮ সাল থেকে এই অ্যাপের মাধ্যমে টাকা তোলা শুরু হয়। পুলিশের অনুমান প্রায় ৫০ কোটি টাকারও বেশি বাজার থেকে তোলা হয়েছে। সেই অঙ্♕ক ১০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে অনুমান পুলিশের। যদিও পুলিশের কাছে এখনও পর্যন্ত ৩২ কোটি টাকা প্রতারণার অভিযোগ এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত স্বর্ণেন্দু হুগলির তারকেশ্বরের বাসিন্দা। অভিꦇযোগ, আমানতকারীরা প্রথমের দিকে লভ্যাংশের টাকা পেলেও পরে সেই টাকা পাচ্ছিলেন না। এরপরেই সল্𝓰টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যক্তিরা। তাদের অভিযোগ, ওই অ্যাপের মাধ্যমে টাকা খাটানোর কথা বলা হয়েছিল। এক বছর ধরে টাকা দেওয়া বন্ধ রেখেছে। আজ স্বর্ণেন্দুকে আদালতে তোলা হলে তার ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে এই অ্যাপ সংস্থার আরও তিনজন ডিরেক্টর রয়েছে যারা পলাতক বলে দাবি পুলিশের। তাই ধৃতকে জেরা করে তাদের সম্পর্কে তথ্য জানা যাবে বলে মনে করছে পুলিশ।