বাঁশদ্রোণীতে ছাত্রমৃত্যুতে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পাটুলি থানার সামনে অবস্থানরত বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে আসা হয়েছে। গ্রেফতারির পর রূপাদেবী বলেন, 🐷আমি কেন্দ্রীয় নিরাপত্তা পাই। আমাকে নিরাপত্তা ছাড়া এভাবে নিয়ে যাওয়া যায় না। আমাকে সারা রাত শৌচাগার ব্যবহার করতে দেওয়া হয়নি। পুলিশ মানবিকতা হারিয়েছে।
আরও পড়ুন - বাঁশদ্রোণীতে জনতার রোষ থেকে পুলিশকে উদ্ধারে এগিয়ে এল তৃণমূল, প্রশ্🃏ন করতেই জবাব, 'আমি BJP'
পড়তে থাকুন - বাঁশদ্রোণীতে বিক্ষোভ,🅷 আটক বিজেপি নেত্রী, 'থানায় সারারাত থাকব,' ধর্নায় বসলেন রূপা
পে লোডারের ধাক্কায় এক কিশোরের মৃত্যুতে 𝐆বুধবার উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণী। পাটুলি থানার ওসি সেখানে গেলে তাঁকে ৭ ঘণ্টা ঘেরাও করে রাখেন স্থানীয়রা। ওসিকে উদ্ধারের নামে পুলিশকর্মী ও তাঁদ📖ের সঙ্গে থাকা তৃণমূলি গুন্ডারা স্থানীয়দের মারধর করেন বলে অভিযোগ। মহিলাদের গায়ে হাত দেন পুরুষ পুলিশকর্মীরা।
এই ঘটনায় রাত থেকে ধরপাকড় শুরু করে পুলিশ। পুলিশকে হেনস্থার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া রুবি মণ্ডল নামে স্থানীয় এক বিজেপি নেত্রীকেও গ্রেফতার করে তারা। এর পর ধৃতদের মুক্তির দাবিতে পাটুলি থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির মহিলা মোর্চ💝ার সদস্যরা। এর পর পাটুলি থানার সামনে অবস্থানে বসেন রূপা। রাতভর সেখানেই ছিলেন তিনি। সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর পর তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন - 'সুপ্🦄রিম কোর্ট যেন মনে রাখে……', হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের! ‘চাপ’ দিলেন CBI-কেও
রূপা গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারির তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, রাজ্যে স্বৈরতন্ত্র চলছে। শাসক কোনও প্রতিবাদ সহ্য করতে পারছে না। তৃণমূল নিজের শেষ দেখতে পাඣচ্ছে। তাই বেপরোয়া হয়ে উঠেছে তারা। কিন্তু গণপ্রতিরোধের সামনে প্রাসাদ ধসে যাবে।