করোনার রেড জোনে ফল কেনার জন্য বাজারে উপচে পড়ল ভিড়। আর তাতে বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। ভাঙচুর হ🎃ল পুলিশের ২টি গাড়ি। মঙ্গলবার বিকেলে ঘটনা হাওড়ার বেলিলিয়াস রোডের।
জানা গিয়েছে, এদিন হাওড়া থানা এলাকার বেলিলিয়াস রোডে টহল দিচ্ছিলে♍ন পুলিশকর্মীরা। বিকেলে স্থানীয় বাজারে ফল কিনতে প্রচুর মানুষ ভিড় করেন⭕। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের পরোয়া না করেই ফল কিনতে শুরু করেন তাঁরা। পুলিশের নিষেধ সত্বেও ক্রমশ বাড়তে থাকে ভিড়।
উপস্থিত লোকজনকে সরাতে গেলে পুলিশকর্মীদের ওপর হামলা চালায় উন্মত্ত জনতা। ছোড়া হয় ইট ও বোতল। ভাঙচুর করা হয়েছে পুলিশের ২টি গাড়িতে। ঘটনায় ২ জন পুলিশকর্মী আহত হয়েছ🐲েন। খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী ও RAF ঘটনাস্থলে পৌঁছয়।
ঘটনার নিন্দা করেছেন হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। 🎃তিনি বলেন, ‘এই ঘটনার নিন্দা করি। প্রশাসনকে যারা সহযোগিতা করতে রাজি নয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।ඣ’