কসবার অপহৃত ব্যবসায়ীকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করল পুলিশ। একইসঙ্গে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গꦰতকাল কসবার অ্যাক্রপলিস মলের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে অপহরণ করেছিল দুষ্কৃতীরা। এরপর মুক্ত༒িপণ চেয়ে পরিবারের কাছে ফোন আসে। ঘটনায় পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমে লালবাজারের গুন্ডা দমন শাখা এবং কসবা থানার পুলিশ যৌথভাবে তাকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর ন♌াম কুতুবউদ্দিন গাজী। তিনি দক্ষিণ ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা। গতকাল কসবার অ্যাক্রপলিস মলের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে তাকে অপহরণ করে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। মুক্তিপণ বাবদ তারা বেশ কিছু টাকা ব্যবসায়ীর পরিবারের কাছে চেয়ে෴ বসে। ব্যবসায়ী পরিবারের সদস্যদেরও পুলিশ বলেই পরিচয় দিয়েছিল অপহরণকারীরা। ঘটনায় দেরি না করে কসবা থানায় অভিযোগ দায়ের করেন অপহৃত ব্যবসায়ীর পরিবার। এরপর ব্যবসায়ীকে উদ্ধারে অভিযানের নামে লালবাজারে গুন্ডা দমন শাখা ও কসবা থানার পুলিশ। লালবাজারের যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা নিজেই কসবা থানায় পৌঁছে যান। এরপরে ব্যবসায়ীকে উদ্ধারের জন্য অভিযানে নামেন। এর জন্য প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে পুলিশের বৈঠক। কীভাবে ব্যবসায়ীকে উদ্ধার করা হবে তার পুরো ছক তৈরি করা হয় সেই বৈঠকে। অবশেষে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে আজ সকালে টালিগঞ্জ থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মূলচক্রী সহ সাতজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী একসময় পুরনো কয়েনের ব্যবসা করতেন। সেই সময় তিনি অনেক জনকে ঠকিয়েছেন। এখন সেই ক্ষোভেই কি তাকে অপহরণ করা 🐭হয়েছিল বা সে ঘটনার সঙ্গে অপহরণের যোগসুত্র হয়েছে কিনা তাও খত🐬িয়ে দেখছে পুলিশ। ব💃্যꦫবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।