যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার। এই ঘটনায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত ৯ জন পুলিশ হেফাজতে আছে। তবে তাদের বক্তব্যে নানা ধরনের অসঙ্গতি খুঁজে পাচ্ছে পুলিশ। এই অবস্থায় ধৃতদের বয়ানের সত্যতা যাচাই করতে মুখোমুখি বস༺িয়ে জেরা করার পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন: যা🌳দবপুর বিশ্ববিদ্যালয়ের মামলায় যুক্ত করা হল রাজ্যপালকে, আচার্য কেন অন্তর্ভূক্ত?
ছাত্র মৃত্যুর ঘটনার পরেই পুলিশ হস্টেলে তল্লাশি চালায়। সেখান দুটি ডায়েরি উদ্ধার হয়েছে। প্রথম ডায়েরি উদ্ধার হয়েছে হস্টে📖লে নিহত ছাত্রের ঘর থেকে। অন্যদিকে, দ্বিতীয় ডায়েরি উদ্ধার হয় সৌরভ চৌধুরীকে গ্রেফতারের পর। তাকে গ্রেফতারের পরেই ১২ অগস্ট হস্টেলের ১০৪ নম্বর ঘরে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে ওই ডায়েরিটি উদ্ধার হয়েছে। এদিকে, সৌরভকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ পর্বে একটি চিঠির কথা জানতে পারেন তদন্তকারীরা। সেই চিঠির কথা উল্লেখ ছিল দ্বিতীয় ডায়েরিতে। সেখানে জানা যায়, ওই চিঠি লেখানোর পরিকল্পনা ছিল সৌরভের। যদিও সৌরভ দাবি করেছে, চিঠি লেখার সময় সে ছিল না। তবে ধৃত দীপশেখর দত্🔜ত সেই চিঠিটি পড়ুয়ার হয়ে লিখেছিল বলে স্বীকার করেছে। এই চিঠি এবং ডায়েরি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ধৃতদের কথায় অসঙ্গতি খুঁজে পাচ্ছে পুলিশ। তাই তাদের মুখোমুখি বসিয়ে জেরা করার চিন্তাভাবনা করছেন তদন্তকারীরা। যদিও বৃহস্পতিবার পর্যন্ত ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করা হয়নি বলে জানা গিয়েছে।