‘ভারত জোড়ো যাত্রায়' রাহুল গান𒉰্ধীর সঙ্গে সামিল হয়েছিলে⛎ন বাংলার পূজা রায়চৌধুরী। সেই পূজাই এবার ঠাঁই পেলেন এআইসিসি-তে। সম্প্রতি এআইসিসি-র নতুন যে তালিকা প্রকাশ পেয়েছে সেই তালিকায় নাম রয়েছে বাংলার পূজার। তবে ‘ভারত জোড়ো যাত্রায়' সামিল হলেও ঠাঁই পাননি বাংলার আর এক কংগ্রেস নেতা কিরণ ছেত্রী।
পূজা রায়চৌধুরী ভারত যাত্রীর কোর টিমে ছিলেন। সে ক๊ারণেই তিনি এআইসিসি-র সদস্য হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছেন। অন্য দিকে তাঁ♕র সঙ্গে প্রদেশ কংগ্রেস কমিটিরও সম্পর্ক ভালো। তালিকায় নাম থাকার পিছনে এটাও একটা কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, ২০২২ সালের বিধাননগর পুরভোটে পূজা রায়চৌধুরী ৪১ নম্বর ওয়ার্ড থেকে লড়াই করেছেন। তিনি আবার ত্রিপুরা মহিলা কংগ্রেসের ইনচার্জ। পরিবার ও সন্তান ছেড়ে তিনি 'ভারত জোড়ো যাত্রায়' স♛ামিল হয়েছিলেন নজরে এসেছিলেন। 𓆏এবার তিনি জাতীয় কমিটিতে ঠাঁই পেলেন।
শিলিগুড়ির কংগ্রেস নেতা কিরণ ছেত্রী স্থা🉐য়ী ভারত যাত্রী হলেও তিনি এআইসিসি-তে ঠাঁই পাননি। এর পিছনে রাজনীতি রয়েছে বলে কংগ্রেসে অন্দরের অনেকে মনে করছেন। তিনি দীর্ঘ দিন কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেও প্রদেশ কংগ্রেসের সঙ্গে সেভাবে তাঁর যোগাযোগ নেই 𓆉সে কারণে সে কারণে তিনি তালিকায় ঠাঁই পাননি বলে দলের কেউ কেউ মনে করছেন।