আমফানের পর য𓆏াদের গগনচুম্বী ইলেকট্রিসিটি বিল এসেছিল,෴ তাদের জন্য সুখবর। বিল কিস্তিতে মেটানো যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন যে যাদের বিল বেশি এসেছিল, তাদের ৯৯ শতাংশ ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। বাকি ক্ষেত্রে কিস্তিতে বিল মেটানোর কথা বলা হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, আমফানের পর অনেক জায়💧গায় দীর্ঘদিন আলো আসেনি। কিছু কিছু জায়গায় সাতদিন পর্যন্ত লেগে যায় পরিস্থিতি ঠিক হতে খাস কলকাতা ও সংলগ্ন এলাকায়। সেই নিয়ে সিইএসই-র ওপর মানুষের ক্ষোভ ছিলই। তারপর অনেকে স্বাভাবিকের থেকে বেশি বিল পান বলে অভিযোগ করেন। তারপর চরমে ওঠে ক্ষোভ। বেগতিক দেখে রাজ্য সরকার হস্তক্ষেপ করে। তারাই সিএসই-কে তখনকার মতো বিল আদায় থেকে বিরত থাকতে বলে। সিইএসই যদি ফের𒊎 ওই টাকা আদায় করতে চায়, তখন আবার রাজ্য আলোচনার পথে যাবে বলে ইঙ্গিত দেন বর্ষীয়ান তৃণমূল নেতা।
এদিন রাজ্যে কীভাবে বিদ্যুৎ পরিষেবা মানুষ✃ের কাছে পৌঁছে গিয়েছে তার ফিরিস্তি দেন🌞 তিনি। বলেন গ্রামে এখন ১০০ শতাংশ বিদ্যুতের লাইন গিয়েছে, যা বাম আমলে ভাবাই যেত না।