বাংলা নিউজ > বিষয় > Electricity bill
Electricity bill
সেরা খবর
সেরা ভিডিয়ো
বাবা-মার দোষে হয়তো এবার পরীক্ষা দিতে পারবেন না অনেক পড়ুয়া। এমনই নিয়ম চালু হতে চলেছে হরিয়ানায়। এবার থেকে বিদ্যুতের বিল অনাদায়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে দেওয়া হবে না প্রত্যাশীদের। হরিয়ানার ক্যাবিনেট মন্ত্রী রণজিত্ সিং চৌটালা বলেছেন যে সব পরিবার বিদ্যুতের বিল মেটায়নি, তাদের ছেলে-মেয়েদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তিনি জানান যে সরকার এমন নিয়ম আনবে যেখানে প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাত্ চাকরির পরীক্ষায় তখনই বসা যাবে যখন কোনও টাকা বকেয়া নেই বিদ্যুত্ দফতর থেকে সেই সার্টিফিকেট প্রত্যাশীরা দেখাবেন। তিনি বলেন যে এতে চাষীরা উদ্বুদ্ধ হবে বিল মেটাতে। মন্ত্রী বলেন যে সুলভে বিদ্যুত্ দেওয়া যেতে পারে, কিন্তু টাকা মেটাতেই হবে।