পর্ষদ সভাপতি গৌতম🌜 পাল টেট উত্তীর্ণদের জন্য এক বড় বার্তা দিলেন। জানিয়ে দিলেন টেট পাশ করা মানেই চাকরি নয়। প্রতিবছর টেট পরীক্ষার ঘোষণা করে গৌতম পাল বলেন, ‘২০১২, ২০১৪ কি ২০১৭ সালে পাস করেছি মানেই আমায় চাকরি দিতে হবে, এমনটা নয়।’ তবে এর সঙ্গে আশার খবরও শুনিয়েছেন পর্ষদ সভাপতি। ২০১৪ এবং ২০১৭ সালে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া এই বছরের মধ্যে সম্পন্ন হবে।
২০১৬ সালের নীতি মেনে নিয়োগ হবে বলে জানান তিনি। পর্ষদ সভাপতি বলেন, ‘আইন মেনে পর্ষদ কাজ করবে। প্রতিবছর অন্তত দুবার টেট হবে। বোর্ড বিধি মেনে নিয়োগ করবে। অত্যন্ত স্বচ্🌺ছতার সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করবে পর্ষদ। কোনও অস্বচ্ছতার সেখানে স্থান নেই।’ তিনি আরও বলেন, ‘২০১৪ সালে পাশ করা যে প্রার্থীরা আন্দোলন করছেন, তাঁদের মধ্যে ১৬ হাজার ১৮১ জনের নাম প্যানেলে নেই। এ নিয়ে বিভিন্ন ভাবে নানা সংবাদমাধ্যমে ভুল বার্তা যাচ্ছে। ২০১৬ সালের নিয়োগ নীতিতে বলা হয়েছে, যাঁরা টেট পাশ করবেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত, এক মাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। তাই সকলকে চাকরি দেওয়া যাবে না। আইন মেনেই নিয়োগ হবে।’
এদিকে ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণদের প্রতি পর্ষদ সভাপতির বার্তা, ‘যাঁরা ২০১৪ এবং ২০১৭ সালে টেট পাশ করেছেন, তাঁরা আবেদন করুন। তাঁদের এই বছরের মধ্যে নিয়োগ করার ব্যবস্থা হবে। আগামী ২ বছরের মধ্যে কোনও টেট♐ পাশ করা প্রার্থী বসে থাকবেন না। এক বার দুর্নীতি হয়েছে বলে আর ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবেন না, এমনটা য♐েন না হয়।’ পর্ষদ সভাপতি জানান, বছরে দু’বার করে হবে নিয়োগ। জানুয়ারি মাসে আরও পদ তৈরি করা হবে।