প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়া প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গ꧅ঙ্গোপাধ্যায়। ১০ দিনের মধ্যে আদালতে প্যানেলের সফট ও হার্ড কপি জমা দিতে হবে বলে নির্দেশে জানিয়েছেন তিনি। বিস্তারিত প্যানেল প্রকাশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।
২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে প্রাথমিকে ৪২,৯৫৯ জনকে নিয়োগ করা হয়েছিল।♔ সেই নিয়োগপ্রক্রিয়ায় ব্যাপক বেনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ। সেই নিয়োগপ্রক্রিয়ার প্যানেল প্রকাশ করতে প্রাথমিক শিক্ষা সংসদকে নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ১০ দিনের মধ্যে প্যানেলের হার্ড ও সফট কপি আদালতে জমা দিতে হবে। প্যানেলে লিখিত পরীক্ষার নম্বর, ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্টের নম্বর ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর আলাদা করে উল্লেখ করতে হবে।𒆙 প্যানেল আগে থেকে প্রকাশ হয়ে থাকলে তা ফের আদালতে জমা দিতে হবে বলে জানিয়েছেন তিনি।
নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত। কিন্তু সময়সীমার 🐈মধ্যে তদন্ত শেষ করতে পারেনি তারা। পেশ হয়নি ফাইনাল চার্জশিট। তার মধ্যে বিচারপতি গঙ্গোপাধ্যাℱয়ের এই রায়কে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে কি না সেটাই দেখার।