অ্যাপটিটিউড টেস্ট খায় না মাথায় দেয় তাই জানেন না পরীক্ষক, রায়ে বললেন বিচারপতি
1 মিনিটে পড়ুন Updated: 13 May 2023, 02:30 PM IST Pinaki Bhattacharyya উত্তর দিনাজপুরে অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার দায়িত্বে থাকা পরীক্ষক নকুল কিস্কু তাঁকে জানিয়েছেন, অ্যাপটিটিউড টেস্ট কাকে বলে সেটাই তিনি জানেন না। উত্তর দিনাজপুরের আরেক পরীক্ষক মারুফ আলম জানিয়েছেন, অ্যাপটিটিউড টেস্ট মানে বডি ল্যাঙ্গুয়েজ ও আত্মপ্রত্যয়।