বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সোশ্যাল মিডিয়ায় স্কুলের বদনাম নয়, অভিভাবকরা মুচলেকার দিলে তবেই ভরতি সন্তানদের!
সম্প্রতি কলকাতায় একাধিক নামী স্কুলের ফি বৃদ্ধি নিয়ে অভিভাবকদের আন্দোলন দেখা গিয়েছে। এর জেরে বেশ কয়েকটি স্কুল অনির্দিষ্টকালের জন্য দরজাও বন্ধ করেꦑ দেয়। এই আভহে এবার পড়ুয়াদের ভরতি করার আগে স্কুলগুলির তরফে মুচলেকা লিখিয়ে নেওয়া হচ্ছে অভিভাবকদের কাছ থেকে। মুচলেকায় অভিভাবককে বলতে হবে যে স্কুল সম্পর্কে সোশ্যাল মিডিয়া বা সংবাদমাধ্যমে এমন কিছু লেখা বা বলা যাবে না, যাতে স্কুলের বদনাম হয়। এই মুচলেকা দিলে তবেই সন্তানকে ভরতি নেওয়া হবে। জানা গিয়েছে, ডিপিএস নিউটাউন-স🌊হ একাধিক স্কুল স্ট্যাম্প পেপারে অভিভাবকদের কাছ থেকে এমনটাই লিখিয়ে নিচ্ছে।