Nisith Pramanik: আরজি কর কাণ্ডের আঁচ কোচবিহারে, বিক্ষোভ দেখাতে গিয়ে আটক নিশীথ, উত্তেজনা চরমে Updated: 02 Sep 2024, 05:49 PM IST Satyen Pal Share আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কোচবিহারে। দফায় দফায় উত্তপ্ত সাগরদিঘি চত্বর। 1/4আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির জেলাশাসকের দফতর ঘেরাও অভিযান। আর সেই অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড কোচবিহারে। সোমবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের নেতৃত্বে এই মিছিল হয়। আর সেই মিছিল জেলা শাসকের দফতরের দিকে এগোতেই তা পুলিশ আটকায়। এরপরই দফায় দফায় উত্তেজনা ছড়ায়। (PTI Photo) (PTI) 2/4বাধা পেয়েই সাগরদিঘি চত্বরে থাকা পুলিশ সুপারের অফিসকে লক্ষ্য করে ইঁট ছুঁড়তে থাকেন বিজেপি কর্মীরা। এরপর পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্য়ে কার্যত লড়াই বেঁধে যায়। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করে বিজেপি কর্মীদের। আর বিজেপি কর্মীরাও পালটা ইঁট ছুঁড়তে থাকে। (PTI Photo) (PTI) 3/4গণ্ডগোল ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। জল কামান দিয়েও পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সূত্রের খবর, পুলিশ নিশীথ প্রামাণিককে আটক করতে গেলে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের চরম বচসা বেঁধে যায়। তবে শেষ পর্যন্ত পুলিশ কোনওরকমে নিশীথ প্রামাণিককে আটক করে। সব মিলিয়ে ২২জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাঁদের মধ্য়ে ১৫জন পুরুষ ও সাতজন মহিলাকে আটক করা হয়। (PTI) 4/4সোমবার দুপুরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ বিজেপির জনপ্রতিনিধিরা জেলাশাসকের দফতরের দিকে যাচ্ছিলেন। সেই সময় পুলিশ তাদের ব্যারিকেড করে আটকায়। এদিকে সেই ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। তখনই পুলিশ তাদের আটকায়। এরপর নিশীথ প্রামাণিককে আটক করে এসপি অফিসে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর এসপি অফিসকে নিশানা করেও পাথর ছুঁড়তে থাকে উত্তেজিত জনতা। পুলিশ কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (ছবি সৌজন্য ফেসবুক) (PTI) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি