দক্ষিণꩵেশ্বরে বস্তি উচ্ছেদ করতে গিয়ে ফের খালি হাতে ফিরতে হল রেলকে। এনিয়ে অন্তত পাঁচবার রেলকর্তৃপক্ষ এই বস্তি উচ্ছেদ করার উদ্যোগ নিল। কিন্তু প্রতিবারই বাধার মুখে পড﷽়ে ফিরতে হল রেলকে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দক্ষিণেশ্বরে বিগত চার পাঁচবার ধরে উচ্ছেদ অভিযানের চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ। ওদের সঙ্গে আমাদের ছোটোখাটো খণ্ডযুদ্ধের মতো হয়েছে। আমরা এখানে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছি। প্রায় তিনশো পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। এনিয়ে বার বার অভিযানে আসছে রেল। এতে বাসিন্দাদের রাতের ঘুম চলে গিয়েছে। হয়তো সবাই মিলে রোখা হচ্ছে। সরকারকে জানিয়েছি। আজকেও আবার অভিযানের জন্য় এল। জেসিবি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিদিন আতঙ্ক ধরিয়ে দিচ্ছে। সামনে ছটপুজো। মাথার উপর ছাদটা থাকবে কি না তা বাসিন্দারা জানেন না। এর সমাধান হোক। জোর করে করলে হবে না। মুখ্যমন্ত্রী আগেই জ𝓡া🌊নিয়েছেন রেলের জায়গা খালি করতে হলে তাঁদের পুনর্বাসন দিতে হবে।
বিধায়ক মদন মিত্র বলেন, অন্য়ায় করছে ওরা। আমি নিজে তিনবার ডিআরএমের সঙ্গে কথা বলেছি। কোনও কথা না বলে গায়ের জোরে কাজ করছে। ছট মাইয়ার পাওয়ার আছে, জগদ্ধাত্রীর পাওয়ার আছে। মায়ের পাওয়ারকে যদি বেয়নেট দিয়ে মোকাবিলা 💯করতে চায় তবে তা কীভাবে রুখতে হয় তা তৃণম🌠ূল কংগ্রেস দেখিয়ে দেবে। আমাদের দাবি পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না। মমতা ব্য়♒ানার্জি যদি না থাকতেন তবে স্টেশনই হত না। জোর করে তুলতে হলে জোর করে জবাব দেওয়া হবে।