করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এবার আছড়ে পড়ল রেলের রান্নাঘরে। আর তাতেই সংক্রামিত হলেন বেস কিচেনের একাধিক কর্মী। এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেল। হাওড়া, শিয়ালদহ, মালদহ, নিউ জলপাইগুড়ি স্টেশনের প্রত্যেকটি বেস কিচেনের একাধিক কর্মী ক𓆉রোনা সংক্রমꩲণে আক্রান্ত হয়েছেন বলে আইআরসিটিসি সূত্রে খবর। ইতিমধ্যেই ট্রেনের একাধিক কর্মী আক্রান্ত হয়েছেন করোনায়। শিয়ালদহ ডিভিশনে আক্রান্তের সংখ্যা ১৬০ পার হয়ে গিয়েছে। যা যথেষ্ট উদ্বেগের।
রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫০ পার করেছে। একাধিক রেল কর্মীর শরীরে করোনা উপসর্গ দেখা দিয়েছে। ইতিমধ্যেই লোকাল ট্রেনের সংখ্যা কমতে শুরু করেছে৷ করোনা সংক্রমণের জেরে রেলের রান্নাঘরেও প্রভাব পড়তে শুরু করেছে। পূর্ব রেলের শিয়ালদহ স্টেশনে ছিল একটি বেস কিচেন। সেখানে রান্ꦫনা বন্ধ করা হয়েছে। মুল রান্না হয় হাওড়া বেস কিচেনে। সেখানেও একাধিক কর্মী আক্রান্ত হয়ে পড়েছেন। শিয়ালদহ বেস কিচেনে আক্রান্ত হয়েছেন ১১ জন কর্মী। হাওড়া বেস কিচেনে আক্রান্ত হয়েছেন ৯ জন কর্মী। এছাড়া মালদা 𓆉বেস কিচেনে আক্রান্ত হয়েছেন ৭ জন। নিউ জলপাইগুড়ি বেস কিচেনে আক্রান্ত হয়েছেন ৮ জন।
সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩৫–এর কাছাকাছি। এই বিষয়ে আইআরসিটিসি’র গ্রুꦑপ জেনারেল ম্যানেজার দেবাশিষ চন্দ্র বলেন, ‘আমরা সব নিয়ম মানছি। স্যানিটাইজ করা হচ্ছে সব কিছু। মাস্ক, ফেস কভার সব ব্যবহার করছেন আমাদের কর্মীরা। আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমাদের চিন্তায় রেখেছে যে, আমাদের কম বয়সী কর্মীরা আক্রান্ত হলেন।’