কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে শুক্রবার ধরনায় বসতে চলেಞছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার আগের দিন পশ্চিমবঙ্গের তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার মারাত্মক অভিযোগ তুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার নির্মলা সীতারমনের পেশ করা অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘কেন্দ্র অর্থ বরাদ্দ বাড়ালেও রেল প্রকল্প নিয়ে 𒁏পশ্চিমবঙ্গ সরকারের সাড়া পাওয়া যায় না।’
এদিন অশ্বিনী বৈষ্ণব বল🧜েন, ২০১৪ সালের বাজেটে পশ্চিমবঙ্গে রেলের জন্য মোট ৪,৩৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সেখানে এবার রাজ্যটির জন্য ১৩,৮১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অর্থাৎ ১০ বছরে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ প্রায় ৩ গুণ বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার।
এর পরই পশ্চিমবঙ্গের মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে রেলের প্রকল্পগুলিতে রাজ্য সরকারের কোনও উৎসাহ নেই। রাজ্য সরকারকে অনেক চিঠি লিখেছি। আধিকারꩵিক স্তরে লাগাতার বিষয়টিতে নজরদারি চলে। কিন্তু দুর্ভাগ্যজনক﷽ভাবে যে সহযোগিতা চাই তা পাওয়া যায় না’।
রেলমন্ত্রীর আ𒆙ক্ষেপ, ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর ভাবনা থেকে অর্থ বরাদ্দ হয়েছে। কিন্তু ‘সবকꦯা প্রয়াস’ হলে তবেই কাজ এগোতে পারে।
গত ৭ সেপ্টেম্বরও রেল প্রকল্পের রাজ্যের সহযোগিতা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তার আগেও একই আবেদন করে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি।꧟ গত সেপ্টেম্বরে রাজ্যে ৭টি রেল ফ্লাই ওভার তৈরির পরিকল্পনা করে পূর্ব রেল। নিয়ম অনুসারে ফ্লাই ওভারের অ্যাপ্রোচ রোড তৈরির 🥂দায়িত্ব রাজ্যের। কিন্তু রাজ্যের তরফে রেলের এই প্রকল্পে অসহমতি জানিয়ে বলা হয়, অ্যাপ্রোচ রোড তৈরির সামর্থ নেই তাদের।
রাজ্যে রেল প্রকল্পের উদ্বোধন নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যের প্রায় সমস্ত রেল প্রকল্প তিনি রেলমন্ত্রী থাকাকালীন গ্রহণ করা হয়েছিল। অর্থবরাদ্দও করে এসেছিলেন তিনি। তার পরও রেল প্রকল্পের উদ্বোধনে শুধুমাত্র নরেন্ඣদ্র মোদীর ছবি থাকে। তাঁর ছবি ছাপায় না রেল। ওদিকে কেন্দ্র – রাজ্য এই টানাপোড়েনে রাজ্♎যে রেলের সম্প্রসারণ প্রায় থমকে রয়েছে। যার ফলে আদপে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকেই।