রাজ্যপালের বিরুদ্ধে ওঠা ♒শ্লীলতাহানির অভিযোগ নিয়ে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল কলকাতার পুলিশ কমিশনারের কাছে। এই ঘটনায় রাজ্যপালের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। রাজভবনকে ঘিরে ওঠা এই অভিযোগের তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। ঘটনার তদন্তে একটি বিশেষ দল (সিট) গঠন করা হয়। সেই বিশেষ দল তদন্ত করে প্রাথমিক রিপোর্ট নগরপাল বিনীত গোয়েলে কাছে জমা দিয়ে꧟ছে।
আরও পড়ুন। 'শ্লীলতাহানি' বিতর্কের মাঝে বোসের নামে নৃ🧔ত্যশিল্পীকে যৌন হে﷽নস্থার অভিযোগ, জমা পড়ল রিপোর্ট
প্রসঙ্গত, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনের এক🐠 অস্থায়ী মহিলা কর্মী। কিন্তু সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারেনিꦺ পুলিশ। সংবিধানের বিধি স্মরণ রাজ্যপাল জানিয়ে দেন এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি রাজভবনের কর্মীদের মুখ খুলতে নিষেধ করে।
তবে পুলিশ রাজ🅰্যপাল নয়, রাজভবনের মধ্যে এই ঘটনার অভিযোগ ও♔ঠায় তার তদন্ত শুরু করে পুলিশ।
আরও পড়ুন। উল্টোডাঙা উড়ালপুলে রুদ্ধশ্বাস🉐 দৌড়, পাইলট কার নিয়ে রঙরুটে পুলিশ, কী এমন ঘটল?
আরও পড়ুন। সকালে আত্মসমর্পণ দুপুরে 𒁏জামিন, কয়লা পাচার মামলায় সিবিআই আদালত স্বস্তি লালার
তদন্তের স্বার্থে রাজভবনের কয়েকজন কর্মীকে তলবও করে পুলিশ। কিন্তু তাঁরা হাজির হননি। কোনও বয়ান রেকর্ডও করা যায়নি। তদন্তের প্রয়োজনে রাজভবনের ফুটজেও চাওয়া হয়। তবে সেই ফুটেজ পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে পুলিশ রাজভবনের ফুটেজ পুর্তদফতরের কাছে থেকে সংগ্রহ করেছে। তারাই রাজভবনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। অভিযোগকারিনী যে বয়ান দিয়েছে, তার সঙ্গে ফুটেজের অনেক মিল রয়েছে বলে﷽ পুলিশ সুত্র জানা গিয়েছে। সেই সব তথ্য মিলিয়ে নগরপাল বিনীত গোয়েলের কাছে প্রাথম♌িক তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল।
তবে রাজভবনের কোনও আ⭕ধি💟কারিককে জিজ্ঞাসাবাদ করতে পারেননি পুলিশ। ভবিষ্যতে তা করতে পারলে এই রিপোর্টের সঙ্গে তাঁদের বয়ান জুড়ে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন। অর্জুন সিং কেন ডেঞ্জারাস? শান🌳্তনু ঠাকুর কি টাকা তুলেছেন? বিস্ফোরক তথ্য দিলেন মমতা