তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির তদন্তဣের দাবিতে দায়ের মামলায় ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশ। কেন তাপস সাহাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়নি সেই প্রশ্ন তুলে রাজ্য পুলিশের হলফনামা তলব করেছেন বিচারপতি রাজশেখর মান্থা। আগামী ১০ এপ্রিল মামলার পরবর্🌺তী শুনানি।
তাপস সাহার 💝বিরুদ্ধে নিয়োগ দুর🐎্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল আগেই। টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি বিক্রির অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। বিধায়ককে তলব করে জিজ্ঞাসাবাদ করে রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা। গ্রেফতার হন তাপসবাবুর আপ্তসহায়কসহ ৩ জন। তবে তাপসবাবুকে গ্রেফতার করেনি রাজ্য পুলিশ।
সম্প্রতি একটি অডিয়ো ক্লিপ প্রকাশ করে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেন, শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয়। দমকলে নিয়োগ দুর্নীতিতেও যুক্ত তে🦩হট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। তাপসের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
সেই মামলার শুনান𓄧িতে বৃহস্পতিবার আদালতের ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশ। এদিন বিচারপতি মান্থা রাজ্য পুলিশকে প্রশ্ন করেন, কেন তাপস সাহাকে গ্রেফতার করা হয়নি। কেন তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি। অবিলম্বে কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে। সঙ্গে আদালতের যাবতীয় প্রশ্নের জবাব হলফনামা আকারে জমা দিতে হবে আগামী শুনানির মধ্যে। মামলার পরবর্তী শুনানি হবে ১০ এপ্রিল।