অযোধ্যায় রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা আজ। আর সেখানে আজই কলকাতায় হবে প্রায় ৬০টি মিছিল। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে সংহতি মিছিল। অন্যদিকে আজ রামের নামে মিছিলে পা মেলাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর জেরে সপ্তাহের প্রথমদিনে চরম ভোগান্তি পোহাতে হতে পারে তিলোত্তমাবাসীদের। এদিকে কোনও মিছিল, সমাবেশ ঘিরে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি না বিগড়ে যায়, তার জন্য সতর্ক থাকছে পুলিশ। সব থানাকেই প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে লালবাজার। (আরও পড়ুন: 'রামমন্দির উদ্বোধনে শুভেচ্ছা...', বললেন ফিরহাদ, ২২൲ তারি⛄খ বাংলাতেও থাকবে ছুটি?)
আরও পড়ুন: রামের নামে সাজল অ্যান্টিলিয়া, অকাল দিওয়♏ালি আম্বা🐲নি গৃহে
আজ কালীঘাটে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে দুপুরে হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ক্রসিং পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সংহতি মিছিল হওয়ার কথা। এই মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। দুপুর সাড়ে ৩টে নাগাদ এই মিছিল শুরু হবে। হাজরা রোড, বালিগঞ্জ ফাঁড়ি, গড়িয়াহাট রোড হয়ে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট পর্যন্ত যাবে এই মিছিল। একাধিক ধর্মগুরুর থাকার কথা এই মিছিলে। মিছিল চলাকালীন এই রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ থাকবে। হাজরা রোড ধরে মিছিল নিয়ে যাওয়ার পথে হাজরা ল’কলেজের সামনে থামবে মিছিল। সেখানে একটি মসজিদে গিয়ে চাদর চড়ানোর কথা মুখ্যমন্ত্রীর। (আরও পড়ুন: আজ নয়া বিগ্রহে ‘প্রাণ প্রতিষ্ঠা’, 'পুরনো' রামলালা🍎র কী হবে? জানুন প্রতিমা কাহন)
আরও পড়ুন: রামমন্দির কমপ্লেক🐠্সে ১টা নয়, আছে একাধিক মন্দির! জানুন রামলালার গৃহের খুঁটি🙈নাটি