করোনা সংকটের মাঝেও রমজান মাসকে স্বাগত জানাতে উদ্যোগী গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রোজা শব্দটি। ফারসি ও উর্দু ভাষায় এই শব্দের প্রচালন রয়েছে। রোজার আরবি অর্থ হল সাওম। সাওম শব্দের আক্ষরিক অর্থ বিরত থাকা। গোটা রমজান মাস ধরে রোজার উপবাস পালন করেন মুসলমান সম্প্রদায়ের মানুষ। আর এই রোজার সঙ্গে যে দুটো শব্দ জড়িয়ে তা হল সেহরি ও ইফতার। ইসলাম ধর্মাবলম্বীরা খুব গুরুত্ব সহকারে সেহরি এবং ইফতার সারেন রমজানের সময়। গোটা রমজান মাসব্যাপী সময় বারবার এই দুটি শব্দ আমরা শুনে থাকি।শনিবার থেকে শুরু রমজান মাস। প্রথম সেহরি ও প্রথম ইফতারের সময়টি জেনে নিন-কলকাতা- সেহরির সময়- সকাল ৩.৪৯ ইফতারের সময়- সন্ধ্যে ৬.০২ঢাকা- সেহরির সময়- সকাল-৪.০৯ ইফতারের সময়-সন্ধ্যে ৬.২৫ মালদা- সেহরির সময়- সকাল-৩.৪৬ ইফতারের সময়-সন্ধ্যে ৬.০৫ মুর্শিদাবাদ-সেহরির সময়- সকাল ৩.৪৪ ইফতারের সময়- সন্ধ্যে ৬.০৪