আজ, বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানে সিদ্ধান্ত হয়েছে দ্রুতই ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করবে রাজ্য সরকার। আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে 𒐪উর্দু মাধ্যম বিদ্যালয়ে প্যারা টিচার এবং পার্ট টাইম শিক্ষক নিয়োগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ হাজার পুলিশ কনস্টেবলের মধ্যে ৮৪০০ পুরুষ কনস্টেবল এবং ৩৬০০ মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে বলে সূত্রের খবর। তাই রাজ্য পুলিশের পক্ষ থেকে এবার প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি।
এদিকে রাজ্যে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিরোধীরা সরব হয়েছেন তখন ফের নিয়োগের সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিল রাজ্য সরকার। বৈঠক শেষে শিক্ষা🐻মন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আজ বৈঠকে আমাদের বিদ্যালয় শিক্ষা দফতরের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উর্দু মাধ্যম বিদ্যালয়ের জন্য প্যারা টিচার এবং পার্ট টাইম টিচার চাওয়া হয়েছিল। সেই প্যারা টিচার এবং পার্ট টাইম টিচার পদের সৃষ্টি ও পূরণের প্রস্তাব আজ গৃহীত হয়েছে। উর্দু অ্যাকাডেমির সঙ্গে কথা বলে কতগুলি শূন্যপদ তৈরি করা হবে তার সিদ্ধান্ত গৃহীত হবে। বড় সংখ্যক নিয়োগ হবে।’
অন্যদিকে স্পেন থেকে ফেরার পরে পায়ের চোটের ব্যথা আবার বাড়ে মুখ্যমন্ত্রীর। তাই চিকিৎসকদের নির্দেশে বাড়িতেই আছেন বিশ্রামে। এদিনের বৈঠক শেষে দুর্গাপুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ তারিখ দুর্গাপুজো কার্নিভালে বাড়ি থেকে বেরোবেন তিনি বলে জানিয়েছেন। তবে নবান্ন সূত্রে খবর, রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের বিষয়টি গত মে মাসে মন্ত্রিসভার বৈঠকে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। কারণ, পুলিশ কনস্টেবল পদে দীর্ঘদিন নিয়োগ হয়নি। তার জেরে নানা থানায় একাধিক শূন্য পদ রয়ে গিয়েছে। ট্রাফিক সামলানো এবং থানার বিভিন্ন কাজকর্ম করতে গ🐟িয়ে অসুবিধায় পড়তে হচ্ছে। দুর্গাপুজোর পরেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। যা বড় সিদ্ধান্ত।
আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে দেখে এলেন কুণাল ঘোষ, ♌কী কথা হল দু’ꦺজনের?
এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৯৮টি রাজবংশী স্কুলে ৩৯৪ জন পার্শ্বশিক্ষক এবং ৩৮৫ জন্য অশিক্ষক কর্মী পদে নিয়োগের প্রস্তাবে সিলমোহর পড়েছে বলে জানান ব্রাত্য বসু। এমনকী নেপালি, রাজবংশী, কামতাপুরী, সাঁওতালি ভাষার প্রচার এবং প্রসারের জন্য ‘রাইট টু এডুকেশন অ্যাক্ট’–এর অধীনে নতুন একটি বিভাগ তৈরি হচ্ছে। আর দুর্গাপুজোর আগেই ধূপগুড়ি হচ্ছে মহকুমা। মন্ত্রিসভার ব๊ৈঠক শেষে ♊এই কথাই জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ–ব্রাত্য বসু। এখানেই উদয়ন গুহ বলেন, ‘ধূপগুড়ি মহকুমা গঠন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে তা পাশ হয়েছে। ধূপগুড়ি ও বানারহাট ব্লক নিয়ে মহকুমা হবে।’ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে একসঙ্গে ১২ হাজার কনস্টেবল নিয়োগের সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।