পার্থর জামিন হয়নি। সেটা এখনও বিচারাধীন। বিচারপতিদের মতপার্থক্যে এখন তা তৃতীয় বেঞ্চে শুনানি হবে। সেখানে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে। আর এই প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছে আদালত। সেক্ষেত্রে দ্রুতই খোলা আকাশের নীচে আসবেন অপা’র ‘অ’। যেহেতু অর্পিতার মায়ের মৃত্🐲𝔍যু হয়েছে তাই বিশেষ আদালত বৃহস্পতিবার অর্পিতা মুখোপাধ্যায়কে পাঁচদিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে। এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।
পাঁচদিনের মুক্তির পর আবার ফিরতে হবে জেলে। সেক্ষেত্রে এই পাঁচদিন অর্পিতার জীবনে একটা বড় মুক্তির স্বাদ বলা চলে। ২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার করা হয়েছিল তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ–বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডি তাঁদের গ্রেফতার করেছিল। তবে সেখানেই ঘটনা থেমে থাকেনি। তারপর অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি অফিসাররা। ত🤪খনই টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনের ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়। যা গুণতে মেশিন আনতে হয়েছিল।
আরও পড়ুন: জলদাপাড়া জাতীয় উদ্যান বসল মাইক্রো ড্রোন ক্যামেরা, গোটা জঙ্গল মুড়ে ফেলা হবে
বেশ কয়েকটি ট্রাঙ্ক পর্যন্ত আনা হয় ওই টাকা নিয়ে যাওয়ার জন্য। পার্থ চট্টোপাধ্যায় ওই টাকা তাঁর নয় বলে দাবি করেছিলেন। অর্পিতাও ওই টাকা তাঁর নয় বলে দাবি করেন। তাহলে ওই টাকা কার? প্রশ্ন উঠেছিল। ইডি সূত্রে খবর, ওই টাকা নিয়োগ দুর্নীতি কাণ্ডে উপার্জিত। যা রাখা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে। তারপরই ২০২২ সালেরই ২৭ জুলাই বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্স’ 🦩আবাসনে অর্পিতার দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদে বাজেয়াপ্ত করা হয়। অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। সঙ্গে সাতটি বিদেশের মুদ্রাও।