আরজি কর হাসপাতালে তরুণ🐼ী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। আর এই অভিযোগে এখন প্রতিবাদের ঝড় বইতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। সব রাজনৈতিক দলই পথে নেমেছে। ফাঁসির দাবি, বিচার চাই এবং উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শোনা যাচ্ছে সকলের মুখে। এবার এই আবহে অনেকেই পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে থাকেন। স্লোগান দেওয়া হয় পুলিশকে লক্ষ্য করে। ‘পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়’—এই স্লোগানে সরগরম হয়ে ওঠে কলকাতার রাজপথ। সোশ্যাল মিডিয়ায় এই স্লোগান পোস্টার আকারে দেওয়া হতে থাকে। এবার পাল্টা স্লোগান দিতে শুরু করল পুলিশ অফিসাররা। সোশ্যাল মিডিয়ায় তা দেখতে পাওয়া যাচ্ছে।
গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের ঘট🃏নার জেরে গোটা রাজ্যে এই নিয়ে তুমুল বিক্ষোভ–প্রতিবাদ আছড়ে পড়ে। গর্জে ওঠে চিকিৎসক মহল। অপরাধীর শাস্তির দাবিতে রাজপথে মিছিল নামে। এমনকী ২৭ অগস্ট নবান্ন অভিযান করে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। নানা প্রতিবাদ মিছিল থেকে জমায়েতে উঠতে থাকে পুলিশের বিরুদ্ধে স্লোগান। ‘পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়’। এবার তারই পাল্টা চলে এল পুলিশের পক্ষ থেকে। পুলিশ কর্তাদের পাল্টা স্লোগান, ‘পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়।’ এবার একে অপরের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেছে।
আরও পড়ুন: ‘জুট ব্যাগের বরাতের পরিমাণ ১০০ শতাংশ করা হবে’, কেন্দ্রের বিবৃতিতে খুশি সাংসদ পার্থ
এবার কলকাতা–সহ জেলার পুলিশ কর্তারা এই স্লোগান তুলতে শুরু করেছে সোশ্যাল মিডি♔য়ায়। আরজি কর হাসপাতালের ঘটনার পর এভাবেই স্লোগান তুলে পুলিশকে চাপে রাখতে চেষ্টা করে আন্দোলনকারীরা। এবার পুলিশ পাল্টা স্লোগান তুলে উলটো চাপ তৈরি করল আন্দোলকারীদের উদ্দেশে। তব𝓀ে এই আন্দোলনকারীরা আরজি কর হাসপাতালে যাঁরা আন্দোলন করছেন তাঁদের উদ্দেশে নয়। বরং যাঁরা রাজপথে নেমে এই স্লোগান দিয়েছিলেন তাঁদের বিরুদ্ধে।