গত ৪ সেপ্টেম্বর রাত দখলের কর্মসূচিতে পুলিশের ওপর হামলার অভিযোগে এবার নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের হয়েছে প্রতিবাদীদের বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী, বুধবার রাতে গড়িয়া মোড়ে জমায়েত চলাকালীন এক মদ্যপ ব্যক্তি মহিলাদের কুকথা বলেন বলে অভিযোগ ওঠে। উত্তেজিত জনতা তাঁকে গ্রেফতার করার দাবিতে সরব হয়। অভিযুক্ত যুবককে পাটুলি থানায় নিয়ে যাওয়া হয়। তবে সেখানে আগত প্রতিবাদীরা তখনও শান্ত হননি। সেই সময় নাকি নেতাজি নগর থানার ওসি সহ তাঁর টিমের ওপর হামলা চালানো হয়েছিল। অভিযোগ, ওসির গাড়ি ভাঙচুর করা হয়, এমনকী পুলিশকে হুমকি ও গালাগালি দেওয়া হয়। এই আবহে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে খুনের হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগও দায়ের করা হয়েছে। (আরও পড়ুন: 'DC সেন্ট্রালকে গ্রেফতার করা হোক', ইন্দিরার নামে মারাত্মক অভিযোগে ꦯচিঠি CB꧂I-তে)
আরও পড়ুন: 🐲বর্ধমান মেডিক্যালের গেস্ট হাউজে আইবুড়ো ভাত অভীকের, ভাইরাল সন্দীপ ঘনিষ্ঠের ছবি
আরও পড়ুন: আরজি কর ক🍨াণ্ডে নয়া মোড়, সন্দীপ ঘোষের বাডꦜ়ি ঘিরলেন জওয়ানরা, শুরু ইডির অভিযান
উল্লেখ্য, গড়িয়ায় 'রাত দখলের' কর্মসূচিতে মহিলাদের কটুক্তি করার অভিযোগে বেধড়ক মারধর করা হয়েছিল এক ব্যক্তিকে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে যে অফিস-ফেরত এক মহিলাকে নোংরাভাবে টাকার ‘অফার’ করেছে ওই ব্যক্তি। দিয়েছে ৫,০০০ টাকা ‘রেট’। অন্যান্য মহিলাদেরও কটুক্তি করছিল। মহিলাদের তুমুল হেনস্থা করছিল বলে অভিযোগ উঠেছে। তারপরই ওই ব্যক্তিকে ঘিরে বেধড়ক মারধর করা হয়। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গড়িয়া মোড় এলাকায়। ক্ষিপ্ত জনত🐭ার হ♓াত থেকে তাকে উদ্ধার করতে গিয়ে বেগ পেতে হয় পুলিশকে। কোনওক্রমে অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে যায়। তার জেরে পুলিশের উপরও ক্ষিপ্ত হয়ে যান স্থানীয় বাসিন্দাদের একাংশ। পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।
আরও পড়ুন: '…পরীক্ষা নেবেন না', বোসের বার্তা মমতাকে, নির্যাতিতার পরিবা🌱রের চিঠি শাহের টেবিলে
জানা যায়, ভিড় ঠেলে সেই অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো নাকানি-চোবানি খায় পুলিশ। কোনওক্রমে পাকড়াও করতে পারলেও পুলিশের হাত থেকে ওই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। এমনকী পুলিশের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হতে থাকে। শেষপর্যন্ত কোনওক্রমে ওই ব্যক্তিকে উদ্ধা𒁃র করে নিয়ে যায় পুলিশ। গাড়িতে তুলে অভিযুক্তকে নিয়ে বেরিয়ে যায়। তাতে একাংশের রাগ গিয়ে পড়ে পুলিশের উপরে। তাঁরা পুলিশের উপরেই ক্ষোভপ্রকাশ করতে থাকেন। পুলিশের গাড়ির পিছনে দৌড়াতে থাকেন অনেকে। যে পুলিশ অফিসাররা রাস্তায় দাঁড়িয়েছিলেন, তাঁদের ঘিরে ধরে 'লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই', 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান উঠতে থাকেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, কয়েকজন আবার পুলিশে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন।
আরও পড়ুন: ফের ডিএ বৃদ্ধির পথ♌ে সরকার, কর্মীদের মুখে হাসি ফুটতে পারে এই দিনের আগে
প্রসঙ্গত, এর আগে বারাসতে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘাত বেঁধেছিল। সেই ঘটনায় ৫ মহিলা সহ ১৮ জনে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। তবে গতকাল আদালত থ♑েকে সেই ১৮ ধৃতকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।