চামড়া সামগ্রী, পোশাক প্রভৃতি এক রাজ্য থেকে আরেক রাজ্যে নিয়ে যাওয়ার জন্য ট্রেনে করা হয়েছিল পার্সেল বুকিং। বড় বড় কার্টনে করে এক রাজ্য থেকে সেগুলি আনা হচ্ছিল এ রাজ্যে। কার্টন খুলতেই চোখ ছানাবড়া আরপিএফ কর্মীদের। পাওয়া গেলঅসংখ্য মৃত সামুদ্রিক সি হর্স। মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে এই সমস্ত মৃত সামুদ্রিক প্রাণী উদ্ধার করেছে আরপিএফ। সাধারণত ট্রেনের মাধ্যমে কচ্ছপ পাচারের ঘটনা প্রায়ই শোনা যায়। তবে সি হর্স উদ্ধারের ঘটনা এই প্রথম বলে মনে করছেন আরপিএফের আধিকারিকরা। আধিকারিকদের মতে উদ্ধার হওয়া সি💧 হর্সগুলির মূল্য লক্ষাধিক টাকা।
রেল সূত্রে খবর, ১২৮৪০ চেন্নাই-হাওড়া মেইলে করে এ♑ই সামুদ্রিক প্রাণী ভর্তি কার্টনগুলি হাওড়া স্টেশনে আনা হয়েছিল। রেল পুলিশ এবং আরপিএফের নজর এড়াতেই এগুলিতে পোশাক এবং🌞 চামড়ার সামগ্রী রয়েছে বলে পার্সেল বুকিং করা হয়েছিল। এই ঘটনায় আন্তঃরাজ্য পাচার চক্র জড়িত রয়েছে বলে মনে করছে আরপিএফ। প্রায় দশটি কার্টন উদ্ধার হয়েছে। এর প্রত্যেকটিতে রয়েছে চল্লিশটি ছোট প্যাকেট। তার মধ্যেই ছিল মৃত সি হর্স। এই ঘটনায় একজনকে আটক করেছে আরপিএফ।
বন্য সংরক্ষণ আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে করা হয়েছে বলে আরপিএফ সূত্রে জানা 🐻গিয়েছে। পাশাপাশি, আরও কারা এই ঘটনায় জড়িত কোথায় পাচারের উদ্দেশ্য ছিল তা সবই জানার চেষ্টা করা হচ্ছে। সাধারণত সি হর্সকে বিপন্ন প্রজাতি হিসেবেই ধরা হয়। এই প্রাণী খাবার অযোগ্য হলেও এর ঔষধি গুণ রয়েছে। সেই কারণে পাচারকারীরা সি হর্স পাচার করা✱র চেষ্টা করছিল বলে আরপিএফের অনুমান।