রাজ্য–রাজনীতিতে বড় কেলেঙ্কারি ছিল সারদা। এবার সেই সারদার সমস্ত সম্পত্তি নিলামে তুলতে চলেছে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ (সেবি)। এমনকী তা করতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেবি। আগামী ৯ সেপ্টেম্বর নিলামের তারিখ ঠিক হয়েছে। তবে ই–অকশনের মাধ্যমে সারদা গ্রুপ অফ কোম্পানিজ এবং তার ডিরেক্টরদের স্থাবর সম্পত্তি নিলামে তোলা হবে। এই নিলাম দীর্ঘ𝓡দিন আটকে ছিল। তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এই নিলাম পর্ব চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।
ঠিক কী বলা হয়েছে সেবির বিজ্ঞপ্তিতে? কলকাতার ক্যামাক স্ট্রিটে সেবির কার্যালয়। সেখান থেকে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বিজ্ঞপ্তিতে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ছিল ২৮ অক্টোবর এবং ১ নভেম্বর। কিন্তু উৎসবের মরসুম থাকায় অনেকেই সুযোগ নিতে পারবেন না। তাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন এবং নিলামের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তাতে বেশি সংখ্যক মানুষ অংশ নিꦕতে পারবেন। তবে নিলামে ওঠা টাকা প্রতারিতরা কবে পাবেন? সেই প্রশ্নই উঠছে।
কেমন করে নিলাম সম্ভব হল? সারদা মামলা বহুদিন ধরে আদালতে চলছে। এই মামলায় কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদারের কমিটির হাতে গোটা বিষয়টি পাঠিয়েছিল। এমনকী সিবিআই, ইডি, রাজ্য সরকার–সহ একাধিক সংস্♎থার হেফাজতে সারদার যা টাকা–সম্পত্তি আছে সেসব তালুকদার কমিট🔥ির হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। আরও আ🃏গে সারদা মামলায় ৫০০ কোটির তহবিল গড়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেন কমিশনের কাছে রাজ্য ২৮৭ কোটি টাকা প্রতারিত আমানতকারীদের ক্ষতিপূরণ বাবদ দেওয়ার জন্যꦬ দিয়েছিল। ওই তহবিলে ১৪০ কোটি টাকা এখনও পড়ে রয়েছে।
উল্লেখ্য, সারদা কেলেঙ্কারিতে এখন জেলে রয়েছেন সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়। এই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজ্যের হে♛ভিওয়েট নেতাদের। তা নিয়ে দীর্ঘ মামলা চলেছে। সারদার লাল ডায়েরি রাজ্য– রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিল। তবে সারদা–সহ ৮৬টি বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে তদন্তের জন্য শ্যামল সেন কমিশনকে দায়িত্ব দিয়েছিল রাজ্য সরকার। এবার এসেছে নিলাম পর্ব। এখন দেখার নিলামের পর প্রতারিতরা টাকা ফেরত পান কিনা।