পশ্চিমবঙ্গে চাকরির বাজার কি সত্যিই খুব মন্দা? সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া কি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে? এনিয়ে নানা জনের নানা মত। এসবের মধ্যেই এবার নেট মাধ্য়মে একটি স্ক্রিনশট ঘুরতে শুরু করেছে। যেখানে দাবি করা হয়েছে, ‘এই স্ক্রিনশট গুলি তাদের জন্য যারা কিছুদিন আগে একটি ভুয়ো খবর রটাচ্ছিল যে পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া অনির্দি🐻ষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ’
এরপরই তার নীচে একাধিক স্ক্রিনশট শেয়ার করা রয়েছে। সেখানে পাবলিক সার্ভিস কমিশনের একাধিক পদে চাকরির বিজ্ঞাপন রয়েছে। সেখানে যেমন সিনিয়র সায়েন্টিফিক অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইপিএফওতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস এক্সামিনেশন, রাজ্য সরকারের আইন বি♛ভাগে অ্যাসিস্ট্যান্ট ট্রানস্লেটর, WBCS মেইন পরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই চাকরি দিয়ে বেকারত্ব কতটা কমানো যাবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে।
অপর একটি স্ক্রিনশটে পাবলিক সার্ভিস কমিশনের নানা বিভাগের পরীক্ষার দিন ও শূন্যপদের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে ওয়ে𓆉স্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, টেকনিকাল অফিসার, ফিসারিজ এক্সটেনশন অফ🌃িসার( মৎস্য দফতরের নানা পদে চাকরি), ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ল্য়াবরেটরি অ্য়াসিস্ট্যান্ট, ওয়েস্টবেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্টের নোটিফিকেশনের কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়াও টেক্সট💎াইল বিভাগে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইনস্পেক্টিং অফিসার( ডাইরেক্টরেট অফ কমার্শিয়াল ট্যাক্স), মিলসেনিয়াস সার্ভিস রিক্রুটমে😼ন্ট, সিভিল সার্ভিস মেইনের কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়াও স্টেনো পদে চাকরির কথাও উল্লেখ করা হয়েছে ওই পোস্টে। কার্যত সরকারি চাকরির বাজার যে একেবারেই মন্দা নয় সেকথা উ💮ল্লেখ করা ♚হয়েছে এই পোস্টে।
কিন্তু এবার প্রশ্ন উঠছে হাজার হাজার কর্মপ্রার্থী তো শিক্ষক শিক্ষিকার চাকরি করবেন বলে পরীক্ষা দিয়েছিলেন। তাঁরা কেন বঞ্চিত হলেন? কেন যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় পাশ করা সত্ত্বেও 🥃তাঁরা চাকরি পেলেন না? সেই প্রশ্নের জবাব মেলে না। সার্বিকভাবে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য় চাকরির সুো
এদিকে এই পোস্টের জবাবে একজন লিখেছেন, এখন নিয়োগ ফিয়োগ নিয়ে বাঙালি মাথা ঘামায় না। এই রাজ্যে তো টিউশন করেই কোটি কোটি൩ টাকা উপার্জন করার সুযোগ রয়েছে। অপর একজন লিখেছেন রেট চার্টে কোনও বদল আছে ভাইজান ?
এদিকে এই নোটিফিকেশন বা স্ক্রিনশটের সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্🎃তান টাইমস বাংলা। সেকারণে এনিয়ে বিস্তারিত খবর নিয়েই এগোন ভালো।