ইতিমধ্যেই চালু হয়ে ဣগিয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামের কর্মসূচি। আর এই নম্বরের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো যাবে যাবতীয় অভাব–অভিযোগ। সুতরাং বাংলার মানুষ খুশি দুটি কারণে। এক, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা যাবে। আবার সংশ্লিষ্ট সমস্যাও জানানো যাবে। তার জন্য একটি হেল্পলাইন নম্বর দেওয়া হ💮য়েছে। আর সেখানেই এল বিপুল পরিমাণ ফোন। যা এককথায় মাস্টারস্ট্রোক। এভাবেই জনগণ ও সরকারের সেতুবন্ধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিষয়টি ঠিক কী ঘটেছে? ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু হয়েছিল। সেখানেও মিলেছিল বিপুল সাড়া। যা প্রত্যক𝔍্ষ করা গিয়েছিল একুশের বিধানসভা নির্বাচনে। এবার সামনে পঞ্চায়েত নির্বাচন। তার প্রাক্কালে নিয়ে আসা হয়েছ🔴ে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি। দিদিকে বলো বিষয়টি ছিল তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। এবারের বিষয়টি হচ্ছে সরকারি কর্মসূচি। ইতিমধ্যেই দুয়ারে সরকার কর্মসূচি করে মানুষের দরজার–গোড়ায় সরকারকে নিয়ে যাওয়া হয়েছে। এবার মানুষকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হল।
এদিকে দিদিকে বলো’র ওই ফোন নম্বরেই (৯১৩৭০৯১৩৭০) এবার থেকে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’কে যোগাযোগ করতে পারবেন রাজ্যের মানুষজন। ইতিমধ্যেই সেখানে ব্যাপক সাড়া মিলেছে বলে খবর। য𝐆েদিন এই কর্মসূচি নিয়ে আসা হল সেদিন🦩 থেকে পরের দু’দিনের মধ্যে ১০ হাজার ফোন এসেছে। সরাসরি মুখ্যমন্ত্রীকে ওই নম্বরে এত মানুষ দু’দিনে কথা বলেছে। আর তাতে সমস্যায় পড়া মানুষজন ব্যাপকভাবে সাড়া পেয়েছেন বলে সূত্রের খবর। দু’দিনে ১০ হাজার ফোন কল পেলে এখন সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? উঠছে প্রশ্ন।