SSC গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিতে এলেন SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। মঙ্গলবার বিকেল ৫.১০ মিনিটে কলকাতার নিজাম প্যালেসে পৌঁছন তিনি। এদিনই তাঁকে হাজিরা দিতে হবে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।মঙ্গলবার গ্রুপ ডি মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ বলে, এই দুর্নীতিতে প্রাথমিকভাবে শান্তিপ্রসাদ সিনহাকেই কালপ্রিট বলে মনে হচ্ছে। প্রয়োজন হলে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে পারে সিবিআই। সঙ্গে আদালত স্পষ্ট করে মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে তাঁকে। তাঁর হাজিরা নিশ্চিত করবেন সার্ভে পার্ক থানার আইসি।সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শান্তিপ্রসাদবাবু। মামলা যায় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। বিকেল ৪টেয় সেই আবেদনের শুনানিতে আদালত জানায়। এসপি সিনহাকে হাজিরা দিতে হবে আজই। তবে তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই।আদালতের নির্দেশের ঘণ্টাখানেক পর কলকাতা পুলিশের পাহারায় নিজাম প্যালেসে হাজির হন এসপি সিনহা। লিফটে করে সোজা সিবিআইয়ের দফতরে চলে যান তিনি। এদিনও সংবাদমাধ্যমের সঙ্গে তিনি কোনও কথা বলেননি।